বাংলাদেশ-ভারত সম্পর্ক

হারুন-অর-রশিদ
Published : 4 August 2011, 10:02 AM
Updated : 4 August 2011, 10:02 AM

বাংলাদেশের সময়টা বোধ হয় ভালো যাচ্ছে না। বড় দুটি দলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে মারাত্মক বোঝাপড়ার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন আওয়ামীলীগ ও তার শরীক দলগুলো ভারতের সাথে সুসম্পর্ক রাখতে মরিয়া। অন্যদিকে বিএনপি ও তার শরীকদলগুলো এ সম্পর্ককে দেখছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। একদল বলে দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে যেতে বসেছে। আরেকদল বলছে ভারতের সাথে সার্বিক সম্পর্ক ভালো থাকার কারণে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রানজিট ইস্যুতে সরকারি দল ও বিরোধীদল একেবারে বিপরীতমুখী অবস্থানে রয়েছে। তবে এসবের পেছনের কারণ সামনের জাতীয় নির্বাচনে জয়লাভ করা দুই দলের মূল লক্ষ। সম্প্রতি দি ইকোনোমিস্ট পত্রিকার সূত্রে জানা যায়, ভারতের সাথে গোপন চুক্তির ফলে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। তাই ভারতের স্বার্থ উদ্ধারে ব্যস্ত দলটি। কয়েকদিন আগে ভারতীয় সিদ্ধান্তে দেশব্যাপী রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী বেশ ঘটা করে পালন করা হয়েছে। কিন্তু জাতীয় কবি নজরুলকে নিয়ে তেমন মাতামাতি জাতীয় পর্যায় থেকে দেখা যায়নি। তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের শেষ বলতে কিছু নেই। এখন বাঙালি হিসেবে দেখার বিষয় এ সম্পর্ক আমাদের দেশকে কোনদিকে নিয়ে যায়??