হারিয়ে যাচ্ছে “যাত্রাপালা” এর ঐতিহ্য

হাসান আহাম্মেদ
Published : 26 Feb 2012, 04:34 AM
Updated : 26 Feb 2012, 04:34 AM

প্রাচীন কাল হতেই " যাত্রাপালা " বাংলা সংস্কৃতিতে অবদান রেখেছে। সে সময় বিনোদনের অন্যতম উৎস ছিল এই রঙ্গমঞ্চ। আর বর্তমানে যাত্রায় এসেছে আধুনিকতার ছোঁয়া। এখন সেই বজ্রকণ্ঠের সিরাজ উদদৌলার ডায়লগ শোনা যায় না। এখন এই রঙ্গমঞ্চ মাতিয়ে রাখে কিছু নর্তকী। বর্তমান প্রজন্মের কাছে যাত্রা মানে "অশ্লীল নৃত্য"। আমাদের সমাজ থেকে কি হারিয়ে যাবে প্রাচীন এই বিনোদন ব্যবস্থা, নাকি বিকৃত রূপে চিনবে বর্তমান প্রজন্ম? কাল বানারীপাড়া "সূর্যমণি মেলা" থেকে এ হতাশার অভিজ্ঞতা হয়।