মানুষ হিসাবে আমরা খুব-ই লজ্জিত

হাসান ইকবাল
Published : 28 March 2011, 04:01 AM
Updated : 28 March 2011, 04:01 AM

আমার ছোট ভাই যখন মিসরাতা থেকে ত্রিপোলির চেকপোস্ট পেরিয়ে আল-জাহইয়া সীমান্তে পৌঁছালো তখন সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা। দিনটা ছিল ২৭ শে ফেব্রুয়ারি ২০১১।

ওরা তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে। ত্রিপোলির চেকপোস্টে গাদ্দাফির সেনারা সবার দিনার, মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, সিম, মেমোরি রেখে দেয়।

তখন সেখানে সবচেয়ে বর্বরোচিত যে ঘটনাটি ঘটে তা হলো- চেকপয়েন্টে এক নার্স দম্পতির কোলের বাচ্চাটাকে ঢিল মেরে হাজবেন্ডের কাছে দিয়ে দেয়…ভদ্রলোককে চলে যেতে বলে।

আমার ভাই যতদিন তিউনিসিয়া ক্যাম্পে ছিল এই ঘটনাটি তাকে খুব মর্মাহত করে তুলে। মানবতা যেখানে অসহায় কিইবা করার থাকে…এই আধুনিক যুগে এসে আমদের আর একটি যুদ্ধ মেনে নিতে হলো। ধিক্কার জানাই তাদের ….যারা যুদ্ধ যুদ্ধ খেলে মানবাধিকার লংঘন করছে.

মানুষ হিসাবে আমরা খুব-ই লজ্জিত।