‘পুঁথি সাহিত্য’ বিষয়ে আপনার লেখা প্রবন্ধ/নিবন্ধ, গল্প, কবিতা, পুঁথি পর্যালোচনা, পুঁথি নিয়ে কোন অভিজ্ঞতার কথা লিখে পাঠাতে পারেন

হাসান ইকবাল
Published : 9 August 2012, 06:03 PM
Updated : 9 August 2012, 06:03 PM

প্রকাশিত হতে যাচ্ছে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা 'অধুনা।
(একটি 'অধুনা প্রকাশ' উদ্যোগ)

সূচনা সংখ্যাটি প্রকাশিত হবে 'পুঁথি সাহিত্য সংখ্যা' হিসেবে।

'পুঁথি সাহিত্য' বিষয়ে আপনার লেখা প্রবন্ধ/নিবন্ধ, গল্প, কবিতা, পুঁথি পর্যালোচনা, পুঁথি নিয়ে কোন অভিজ্ঞতার কথা লিখে পাঠাতে পারেন।

>> আমরা যথেষ্ট সময় নিয়ে এই কাজটি করবো। বাংলাদেশের প্রতিথযশা লেখক, গবেষকদের পাশাপাশি নতুন লেখকদের কাছ থেকেও পুঁথি বিষয়ক লেখা প্রত্যাশা করছি। পুঁথি সাহিত্য নিয়ে যারা জানতে চান, তাদের জন্যই এই আয়োজন।

>> লেখা ই-মেইল করে পাঠাতে হবে
>> একজন একটি বিভাগে লেখা পাঠাতে পারবেন
>> লেখা Microsoft Word Document-এ SutonnyMJ ফন্ট ব্যবহার করে টাইপ করে পাঠাতে হবে।
>> পিডিএফ (PDF) ফরম্যাট অথবা অন্যকোন টাইপ গ্রহণযোগ্য নয়।
>> লেখার সাথে ছবি থাকলে লেখার সাথে এ্যাটাচ করে দিন
>> মনোনীত/অমোনীত সকল লেখকদেরকেই ই-মেইলে জানানো হবে।
>> মনোনীত লেখা ছাপা হলে লেখক কপি পাবেন
>> লেখকদের সম্মানী দেবার বিষয়টি বিবেচনাধীন
>> পত্রিকাটি যাতে ঢাকাসহ সারাদেশের বিভাগীয় শহরগুলোতে পাওয়া যায় সে বিষয়টি প্রক্রিয়াধীন
>> অনলাইনে পত্রিকাটি সংগ্রহ করার বিষয়টি প্রক্রিয়াধীন

>> পত্রিকাটি প্রকাশিত হবে ফেব্রুয়ারি-2013 সংখ্যা হিসেবে 'অধুনা প্রকাশের' একটি গবেষনা উদ্যোগ হিসেবে। 'অধুনা প্রকাশ' একটি প্রকাশনা প্রতিষ্ঠান। শুধুমাত্র মননশীল পাঠকদের জন্য সৃজনশীল বই প্রকাশ করে থাকে। ইতিমধ্যে "বৃহত্তর ময়মনসিংহের গুণীজন" শিরোনামে জীবনী গ্রন্থের সিরিজসহ অনেক বই প্রকাশ করেছে।

>> লেখা পাঠানো যাবে ৩১ ডিসেম্বর ২০১২ তারিখ পর্যন্ত।

>> বিশাল কলেবরের এই আয়োজনে কেউ স্পন্সর করতে চাইলে কিংবা বিজ্ঞাপন দিতে চাইলে আরো জানতে ই-মেইল করুন (adhuna.littlemag@gmail.com )

সম্পাদক-'অধুনা'
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা
কনকর্ড এম্পোরিয়াম
এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা-১২০৫
ওয়েব:

>>আপনার লেখাটি ই-মেইল করুন: adhuna.littlemag@gmail.com