লিবিয়া থেকে প্রত্যাগত অভিবাসীদের পূণর্বাসন সংক্রান্ত অনলাইনে তথ্য সংগ্রহের কর্মসূচী।

হাসান ইকবাল
Published : 5 April 2011, 05:28 AM
Updated : 5 April 2011, 05:28 AM

সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিখাতসূহকে লিবিয়া হতে ফেরত কর্মীদের পূণর্বাসন কর্মসূচী প্রণয়নে উদ্বুদ্ধ করার জন্য অভিবাসন বিষয়ক গবেষনা প্রতিষ্ঠান রামরু অনলাইনে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।
লিবিয়া ফেরত কর্মীদের http://libiya.rmmru.org ওয়েবসাইটে দেওয়া ফরমে, ইন্টারনেট সংযোগ আছে এমন মোবাইল ফোনের মাধ্যমে তথ্য দিতে অনুরোধ করা যাচ্ছে।
ইন্টারনেটের ব্যবহার না জানলে এলাকার কম্পিউটার অপারেটর, গ্রামীন তথ্য কেন্দ্র অথবা ইন্টারনেট আছে এমন আত্মীয় বা বন্ধুর মাধ্যমে ফরমটি পূরণ করুন। ফরমটির নমুনা কপি নিচে দেওয়া হলো:
—————————————————————————-
১। অভিবাসীর নাম:
২। পাসপোর্ট নং:
৩। লিবিয়ার ভিসা নং:
৪। শিক্ষাগত যোগ্যতা:
৫। স্থায়ী ঠিকানা:
৬। বর্তমান ঠিকানা ও ফোন নং:
৭। লিবিয়ায় আপনি কি কাজ করতেন? :
৮। লিবিয়ায় কোন কোম্পানীতে কর্মরত ছিলেন? :
৯। ওভারটাইমসহ মাসিক আয় কত ছিল? :
১০।লিবিয়ায় যাবার খরচ বহন করতে ঋন করে থাকলে তা পরিশোধ হয়েছে কি?:
-ঋন করি নাই
-পরিশোধ হয়েছে
-পরিশোধ হয় নাই
১১। চুক্তির মেয়াদ কতদিন বাকী ছিল?:
১২। লিবিয়াতে আপনার কোন সঞ্চয় আছে কি? থাকলে কোথায় এবং তার পরিমান কত?
১৩। লিবিয়াতে কতমাসের বেতন পাওনা আছে?
১৪। আপনার দক্ষতা অনুযায়ী দেশে এখন আপনি কি
ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন?
১৫। আপনি কাজ নিয়ে পুনরায় বিদেশ যেতে চান কি? হ্যাঁ / না
১৬। দেশে কোন ব্যবসা করতে চাইলে তাতে আপনার কি ধরনের সহযোগিতা দরকার?
১৭। লিবিয়া থেকে পাঠানো টাকা দিয়ে আয়বৃদ্ধিমুলক প্রকল্প করে থাকলে তার বিবরন দিন।
১৮। অন্য কোন মন্তব্য থাকলে আমাদেরকে জানান।
—————————————————————-
libiya.rmmru.org
(এই সেবাটি রামরু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে)
প্রয়োজনে ফোন করুন: রবি থেকে বৃহস্পতিবার
০১৯৪২ ৭৩৮ ৯০৪
০১৯৪২ ৭৩৮ ৯০৫
০১৯৪২ ৭৩৮ ৯০৬
০১৯৪২ ৭৩৮ ৯০৭
০১৯৪২ ৭৩৮ ৯০৮
—————————————————–
তথ্যসূএ:
দৈনিক প্রথম আলো, ৪ এপ্রিল' ২০১১, পৃষ্ঠা-২২
ওয়েব লিঙ্ক: http://www.libya.rmmru.org/