ঢাকা-নেত্রকোনা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হলো

হাসান ইকবাল
Published : 16 Sept 2012, 05:32 AM
Updated : 16 Sept 2012, 05:32 AM

ঢাকা-নেত্রকোনা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হলো আজ।

ঢাকা-নেত্রকোনা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে গতকাল ১৫ ই সেপ্টেম্বর ২০১২ সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলার নানা পেশা শ্রেনির প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশগ্রহন করে। এসময় ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে আসা শত শত মানুষের প্লাকার্ড, ফেস্টুন, ব্যানারে বর্ণিল হয়ে উঠে গোটা প্রেস ক্লাব এলাকা। মানব বন্ধন অনুষ্ঠানটি সমন্বয় করে "ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতি"।

উক্ত মানব বন্ধ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-নেত্রকোনা জেলা সমিতির মহাসচিব এডভোকেট মো: শাহজাহান চৌধুরী, সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব: ) এ.নূর খান। তাদের বক্তব্যে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর জন্য স্মারকলিপিতে সরকারের সংস্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোড় দাবি জানান হয়।

এছাড়াও বক্তব্য রাখেন-এডভোকেট মো: মুখলেছুর রহমান, মতিউর রহমান সরকার, এম.এ জিন্নাহ, মো: নুরুল ইসলাম চৌধুরী, কবি এমদাদ খান, জালাল তালুকদার, আনোয়ারুল ইসলাম খান, আলমগীর হাসান, মো: মনির, রেজাউল হাফিজ ও হুমায়ূন কবীর প্রমূখ।

ঢাকাস্থ নেত্রকোনাবাসীদের পক্ষ থেকে তারা এই দাবী পূরনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

প্রতিবেদক- হাসান ইকবাল
ই-মেইল: hasan_netsu@yahoo.com