এই বৈশাখের প্রথম দিন

হাসান ইকবাল
Published : 14 April 2011, 04:09 PM
Updated : 14 April 2011, 04:09 PM

এই নববর্ষটা অনেক আলাদা আমার কাছে। কেন আলাদা তা বলছি পরে। তবে ঢাকায় থাকা হচ্ছেনা। রমনায় যেতে পারবনা তাই খুব মিস করব। আজ বিকেলেই চলে যাচ্ছি নেত্রকোনায়। ছোট বোন ছোঁয়া আর আমার ভােগ্নর সাথে কাটবে সারাবেলা। সকালে পান্থা খেয়ে বেড়িয়ে পড়ব শহরে, রিক্সায় পুরো শহরে চক্কর দিতে দিতে গয়ানাথের মিষ্টির দোকানে "বালিশ মিষ্টি" খেয়ে তারপর বিকেলে বৈশাখী মেলায়। সাথে হয়তো থাকবে ফারিন।

পুরোটা সময় দিব ছোট ভাইকে। সে লিবিয়া তে ছিল, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার তিউনিশিয়া হয়ে দেশে ফিরেছে। অফিসের ব্যস্ততার কারণে ওকে আমি একদম সময় দিতে পারিনি।

বৈশাখের এই প্রথম দিনটি যেন ছড়িয়ে যাক আমাদের বাঙালিয়ানা আর ঐতিহ্যের ভেতর-আমাদের অস্তিত্ব আর প্রেরণা জুড়ে

এসো গাই, সবাই মিলে,

এসো হে বৈশাখ এসো এসো…

সকল বন্ধুদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা ।

যাই হোক সবার ভাল কাটুক নতুন বছরের দিন গুলি।

শুভ হোক বাংলা নববর্ষ ১৪১৮