শ্রেনীকক্ষে ১১ ধরনের শাস্তি দেওয়া যাবে না

হাসান ইকবাল
Published : 2 June 2011, 02:09 PM
Updated : 2 June 2011, 02:09 PM

'শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নীতিমালা-২০১১' এ নিম্নলিখিত ১১ ধরনের শাস্তি শ্রেণীকক্ষে নিষিদ্ধ করা হয়েছে-

১. হাত-পা বা কোনো কিছু দিয়ে আঘাত বা বেত্রাঘাত
২. শিক্ষার্থীর দিকে চক বা ডাস্টার জাতীয় বস্তু ছুড়ে মারা
৩. আছাড় দেওয়া ও চিমটি কাটা
৪. কামড় দেওয়া
৫. চুল টানা বা চুল কেটে দেওয়া
৬. হাতের আঙুলের ফাঁকে পেনসিল চাপা দিয়ে মোচড় দেওয়া
৭. ঘাড় ধাক্কা
৮. কান টানা বা ওঠবস করানো
৯. চেয়ার,টেবিল বা কোনো কিছুর নিচে মাথা দিয়ে দাঁড় করানো বা হাঁটু গেড়ে দাঁড় করে রাখা
১০. রোদে দাঁড় করে বা শুইয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড় করানো
১১.ছাত্রছাত্রীদের দিয়ে এমন কোনো কাজ করানো, যা শ্রম আইনে নিষিদ্ধ।

যদি কোন শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষা পেশায় নিয়োজিত কোন ব্যক্তি অথবা শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী পাঠদানকালে কিংবা অন্য কোন সময় ছাত্রছাত্রীদের সঙ্গে উল্লিখিত আচরণ করে তবে তা ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থি হবে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
শ্রেণীকক্ষে ১১ ধরনের শাস্তি দেওয়া যাবে না :

***
লেখক-
Hasan Iqbal, Head of Child Sponsorship
Fundacion Intervida, Bangladesh
E-mail: hasan_netsu@yahoo.com