জনস্বার্থ বিবেচনা করে ………

হাসান ইকবাল
Published : 13 June 2011, 02:44 PM
Updated : 13 June 2011, 02:44 PM

জনস্বার্থ বিবেচনা করে ঢাকায় ৩০ দিন-ই হরতাল থাকা উচিত….আজ সকালে অফিসে আসলাম BRTC-তে করে…ওম শান্তি শান্তি ভাব…কোন ট্রাফিক জ্যাম নেই….সরকারী ও বেসরকারী পর্যায়ে ঢাকা শহরের যানজট নিরসনে কার্যত কোন উদ্যোগ দেখছিনা….তাই হরতালকে খারাপ কিছু দেখছিনা….কিছুটা হলেও স্বস্তির নি:স্বাস্ ফেলছে ঢাকাবাসী.

আমার সত্যি ভাল লাগছে ঢাকার এই পরিছন্ন রুপ দেখে….যানজট নাই, পলিউশন নাই, কানফাটা হর্ণ নাই, ট্রাফিক পুলিশ ভাইদের চাদাবাজি নাই….দারুন এনজয় করছি…হরতালে খুব বেশি পিকেটংও নাই… প্রধানমন্ত্রী সেই কারনেই হরতালকে "পরিবেশ বান্ধব" বলেছেন!….