লিবিয়া ফেরত বাংলাদেশিদের এখন যা যা করণীয়-১

হাসান ইকবাল
Published : 26 June 2011, 04:12 AM
Updated : 26 June 2011, 04:12 AM

বিশ্বব্যাংক থেকে পাওয়া অর্থ কিছু দিনের মধ্যেই লিবিয়া ফেরত ৩৬ হাজার বাংলাদেশির হাতে পৌঁছানো হচ্ছে। বিশ্বব্যাংক থেকে সহজ শর্তে পাওয়া ঋণের এ অর্থ বিতরণের দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ইতোমধ্যে আইওএম সে কার্যক্রম শুরু করে দিয়েছে। লিবিয়া থেকে প্রত্যাগত বাংলাদেশী অভিবাসীদের এখন যা যা করণীয় সে বিষয়ে সবাইকে জানানোর জন্য মোবাইলে খুদে বার্তা পৌঁছানো হচ্ছে। লিবিয়া থেকে ফিরে আসার সময় বিমানবন্দরে পূরণ করা দু'টি ফরমের একটি অংশ প্রত্যাগতদের কাছে রয়েছে। এটি প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে।

আইওএম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন যে নির্দেশনা দেয়া হয়েছে তা হলো:

প্রিয় লিবিয়া ফেরত,
সরকারী অর্থ সহায়তা পেতে পাসপোর্ট/আউটপাস/টিপি/বিএমইটি কার্ড/ব্যাংক একাউন্ট নিয়ে অপেক্ষা করুন। বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় /আইওএম

তো লিবিয়া ফেরত বাংলাদেশী ভাই ও বোনেরা আর দেরী না করে আজই আপনার নিজের নামে আপনার নিকটস্থ কোন সোনালী ব্যাংকে আপনার নিজের নামে একটি একাউন্ট খুলে ফেলুন। পাসপোর্ট, বিএমইটি কার্ডসহ প্রয়োজনীয় কাগজ পত্র যত্নসহকারে সংরক্ষণ করে রাখুন।
আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো। ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।