লিবিয়া ফেরত বাংলাদেশিদের এখন যা যা করণীয়-২

হাসান ইকবাল
Published : 4 July 2011, 02:49 PM
Updated : 4 July 2011, 02:49 PM

প্রিয় লিবিয়া ফেরত বাংলাদেশী,
আপনাদের জন্য "দৈনিক যুগান্তর" এবং "দৈনিক কালের কন্ঠ" ৪ঠা জুলাই ২০১১ তারিখের পত্রিকার মাধ্যমে আইওএম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে তা হলো:
বাংলাদেশ সরকার আপনাকে এককালীন জরুরী অর্থ সহায়তা দেবে। ২৫ ফেব্রুয়ারি ২০১১-এর পর দেশে ফিরে এসে ঢাকা এয়ারপোর্ট প্রবাসী কল্যাণ ডেস্কে পূরণকৃত ফরমে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে থাকলে আপনি নারী বা পুরুষ যেই হোন, এককালীন সরকারী অর্থ -সহায়তা পেতে পারেন।

এই সহায়তা পেতে আপনাকে যা যা গুছিয়ে রাখতে হবে:
Θ পাসপোর্ট
Θ আউটপাস বা টিপি যা যা আছে।
Θ এয়ারপোর্ট প্রবাসী কল্যাণ ডেস্কে পূরণকরা ফরমের যে অংশটি আপনাকে ছিড়ে দেয়া হয়েছে।
Θ নিজের নামে একটি একাউন্ট।
Θ পাসপোর্ট আকারের ২ কপি ছবি।
Θ আপনার ছবি দেয়া সবুজ রঙের কার্ড (স্মার্ট কার্ড), যদি থাকে।
Θ এয়ারপোর্টে দেয়া অন্যান্য কাগজপত্র (যদি থাকে)
Θ জাতীয় পরিচয়পত্র যদি থাকে)।

সাক্ষাত্কারের সময় জেনে নিতে ফোন করতে হবে কল সেন্টারের নিচের নাম্বারে:
যারা দেশে ফিরেছেন-
□ ২৬ ফেব্রুয়ারি -৯ মার্চ, তারা ৯ জুলাই থেকে ফোন করবেন।
□ ১০ মার্চ-১৪ মার্চ, তারা ১৬ জুলাই ফোন করবেন।
□ ১৫ মার্চ-১৬ মার্চ, তারা ১৬ জুলাই ফোন করবেন।
□ ১৭ মার্চ-২৪ মার্চ,তারা ৩০ জুলাই ফোন করবেন।
□ ২৪ মার্চ-এর পর, ৬ আগষ্ট থেকে ফোন করবেন।

কল সেন্টারের ফোন নম্বর তারিখ ও সময় নিচে দেয়া হলো:

জুলাই-২১জুলাই:
০১৭৫৫৩৮১৮-১৯৬ এবং ০১৭৫৫৩৭২৩০-২৩৮ (মোট ২৬টি নম্বর)

২৩ জুলাই থেকে:
০১৭১৫৫৩৮১৮-১৯৬ (মোট ১৭টি নম্বর)

শনিবার থেকে বৃহস্পতিবার
সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ।

সহযোগিতায়:
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)