আমার স্বপ্নের ক্যাম্পাসে

হাসান ইকবাল
Published : 31 July 2011, 10:37 AM
Updated : 31 July 2011, 10:37 AM

শাবি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আমার স্বপ্নের ক্যাম্পাস।
জীবনের সোনালী দিনগুলি আমার যেখানে কেটেছে। সকাল থেকে সন্ধ্যা। সন্ধ্যা থেকে রাত। দিন..মাস..বছর। গোল চত্তরে আড্ডা তারপর পায়ে হেটে "এক কিলো" ক্যাম্পাসের গেইটে "ক্যালিক্স ফাস্ট ফুডের" দোকানে কেটে যেত সন্ধ্যাবধি। ক্যালিক্স ফাস্ট ফুড ছিল আমরা কয়েকজন বন্ধু মিলে দেয়া শাবি ক্যাম্পাস গেইটে
প্রথম ফাস্ট ফুড কালচারের গোড়াপত্তন।

অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন ছিল আমাদের ক্যাম্পাসে। বুধবারে ক্লাস শেষে জমে উঠত প্রথম আলো বন্ধুসভার নিয়মিত আড্ডা, সাথে গরম গরম ডাল পুরী আর চা। আমরা রোভার স্কাউট করতাম। সমাজ বিজ্ঞান বিভাগের মামুন স্যার ছিলেন আমাদের ইউনিট লিডার।

আমরা অনেক চেয়েছিলাম আমার স্বপ্নের ক্যাম্পাসে একটা স্বাধীনতার ভাস্কর্য হউক। অনেক প্রতিবন্ধকতা ছিল। নামকরণ বিরোধী আন্দোলনের কারনে আমাদের জীবন তখন স্তব্ধ হয়ে যাবার পথে।
ক্যাম্পাসে সাংস্কৃতিক সংগঠনগুলোকে নাটক, নৃত্য রিহারসেল করতে দিত না ।