বরাদ্দের শূন্য ভাণ্ডে…ঘুষখোর…(!) আহারে

হাসান ইকবাল
Published : 7 August 2011, 08:24 AM
Updated : 7 August 2011, 08:24 AM

খবরটা প্রকাশিত হয়েছিল ৬ আগস্টের দৈনিক প্রথম আলোর বিশাল বাংলা পাতায় "ঘুষ না দেওয়ায় ফেরত গেল বরাদ্দের টাকা! " শিরোনামে। খবরটা পড়ে খারাপ লাগল। যেখানে আমাদের অনেক সমস্যা সেখানে উন্নয়ন বরাদ্দের টাকা ফেরত যায়। শিক্ষা ও শিক্ষা অবকাঠামোগত অনুন্নয়নের কারনে কত শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে ঝরে যায়। যাদের কারনে (প্রকৌশলী!!) উন্নয়ন বরাদ্দের টাকা ফেরত গেছে তাদের শূলে চড়ানো দরকার। যাই হোক আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাইনা।

আমরা প্রথম আলোর ফলো আপ দেখতে চাই। বলা হয়েছে শিক্ষকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত !
তদন্ত !!
তদন্ত !!!

…বরাদ্দের শূন্য ভাণ্ডে….ঘুষখোর …(!) আহারে

সরকারী উন্নয়ন বরাদ্দের টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে তদন্তের বারোটা বাজিয়ে ছাড়ে। যথাযথ কর্তৃপক্ষ এর তদন্তের নামে যাতে ময়না তদন্ত না করে আসল সত্য উদঘাটন করে। এটাই আমাদের দাবী।