আমাদের ড.জাফর ইকবাল স্যার

হাসান ইকবাল
Published : 11 August 2011, 08:45 AM
Updated : 11 August 2011, 08:45 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালায়ে নির্মিত "চেতনায় '৭১" ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে ড. জাফর ইকবাল স্যারের যে কথাগুলো আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগায়;

স্যারের ভিডিও ফুটেজের লিংকটা তাই bdnews24 ব্লগের বন্ধুদের জন্য শেয়ার করলাম"

মুক্তিযুদ্ধের যে বড় ভাস্কর্যটা তৈরী হবে (গোল চত্বরে) তখন প্রত্যেকটা ছাত্র-ছাত্রীকে এক টাকা করে হলেও দিতে হবে, নাহলে একটা ইট হলেও ওখানে গিয়ে বসিয়ে দিতে হবে যেন তোমরা বলতে পারো এই ভাস্কর্য তৈরী করার সময় আমি ছিলাম। আজ থেকে দশ বছর পরে যখন তোমার ছোট বাচ্চাটার হাত ধরে এখানে বেড়াতে আসবে তখন বলবে ওই যে ভাস্কর্যটা? এই ভাস্কর্যটা তৈরী করার সময় আমি ছিলাম।

চেতনা ৭১ উদ্বোধনীর আরো ভিডিও এইখানে: