জীবনবোধ নিয়ে লেখা ১৫টি গল্প ::

হাসান ইকবাল
Published : 11 Jan 2012, 07:25 AM
Updated : 11 Jan 2012, 07:25 AM

বই প্রকাশনার আদ্যোপান্ত আমার জানা নেই। কোন প্রকাশকের সাথেও আমার ব্যক্তিগত যোগাযোগ নেই। কিন্তু এই মুহূর্তে তাদের সাহায্য ভীষন প্রয়োজন।

আমার বাবার লেখা আত্মজীবনীমূলক, স্মৃতিকথা, জীবনবোধ নিয়ে লেখা ১৫টি গল্প নিয়ে একটি বই প্রকাশ করতে চাই। পান্ডুলিপি কম্পোজ হয়ে গেছে। বইয়ের সেটআপ অনুযায়ী বিষয় সূচি, ভূমিকা, লেখকের কথা এবং মূল লেখা নিয়ে পৃষ্ঠা গিয়ে দাঁড়ালো ৮০। পান্ডুলিপিটি ইতিমধ্যে কবি নির্মলেন্দু গুণ পড়ে ফেলেছেন এবং তিনি মূল ভূমিকা লিখছেন।

ব্লগের প্রকাশক বন্ধুরা জানাবেন কি , ৪০০ কপি বই বের করতে কত খরচ হতে পারে। এমন কোন প্রকাশকের খবর দিবেন কি যারা আমার বাবার পান্ডুলিপিটি তাদের খরচে কিংবা অর্ধেক খরচে ছাপিয়ে দেবে।