রাজধানীর কিছু ইংলিশ মিডিয়াম স্কুলের লাগামহীন ভর্তি ফি ও আনুষাঙ্গিক খরচের তালিকা

হাসান মাহামুদ
Published : 22 August 2019, 08:07 AM
Updated : 25 June 2011, 01:45 PM

ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল: স্ট্যান্ডার্ড ওয়ানে ভর্তি ফি, উন্নয়ন ফি ও অন্যান্য ফিসহ ভর্তি হতে লাগে প্রায় ১ লাখ টাকা।

আগা খান স্কুল এন্ড কলেজ: স্ট্যান্ডার্ড ওয়ানে ভর্তি হতে লাগছে প্রায় দেড় লাখ টাকা।

ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ: স্ট্যান্ডার্ড ওয়ানে ভর্তি হতে নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা।

উত্তরার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ: ভর্তি হতে লাগছে ৩০ হাজার টাকা। স্কুলটি অক্সফোর্ড এবং ক্যামব্রিজের সিলেবাস পড়ায় বলে প্রচার করলেও সেখানে পড়ানো হয় ভারতীয় ইংরেজী মাধ্যমের বই অনুসরণ করে থাকে।

স্কলাস্টিকা স্কুল এন্ড কলেজ: বিভিন্ন শ্রেনীতে ভর্তি ফি ৪০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।