সাংবাদিক ভাইরা প্লিজ পড়ে দেখুন !! সংবাদত্রের অনুকম্পা চাইলেন লোটাস কামাল

হাসান মাহামুদ
Published : 26 June 2011, 01:35 PM
Updated : 26 June 2011, 01:35 PM

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি দেশের সংবাদপত্র এবং সাংবাদিকদের কাছে অনুকম্পা প্রার্থনা করেছেন। গত শুক্রবার বিকেলে রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অনুকম্পা প্রার্থনা করে বলেন, আমি আদালতকে নয় সাংবাদিকদের আদালতকে ভয় পাই। বিষয়টির ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, আদালতের বিচারে অনেক কিছুই বিবেচনায় নেয়া হয়। কিন্তু সংবাদপত্র এবং সাংবাদিকদের লেখালেখি অনেক সময় সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে। এমন হয় সত্য জানার আগেই মানুষ বিশ্বাস করতে থাকে অন্যায়টি সত্যিকারার্থেই করা হচ্ছে। সে কারণে আমি সাংবাদিকদের আদালত থেকে মুক্ত হতে চাই। উল্লেখ্য সম্প্রতি দেশের শেয়ার বাজারে ঘটে যাওয়া ভয়াবহ ধসের পেছনে যে কটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তার মধ্যে সিএমসি লোটাস কামাল টেক্সটাইল মিলস লিমিটেড এর নাম শীর্ষে রয়েছে। নানা কৌশলে শেয়ারের দাম অতিমূল্যায়িত করে শেয়ার বাজার থেকে ৪শ ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। শেয়ার বাজারে ধসের পেছনে যে ক,জন মানুষের নাম উঠে এসেছে তাদের মধ্যে লোটাস কামালের নাম রয়েছে। কোন পদ্ধতিতে এবং কেমন করে লোটাস কামালের প্রতিষ্ঠান শেয়ার বাজার ধসে ভূমিকা রেখেছে সে বিষয়ে গত ১৯ জুন সম্মিলিত পেশাজীবি পরিষদ এক সেমিনারে ব্যাখা তুলে ধরে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এ বিষয়ে দালিলিক ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন। এর পর থেকে নানা ভাবে সাংবাদিকদের তোপের মুখে রয়েছেন লোটাস কামাল। এ বিষয়েই ব্যাখ্যা দিতে গতকাল এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। তিনি বলেন, পূঁজিবাজারে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। যা তাকে সামাজিকভাবে বিব্রত করছে।