সত্য সদা সত্যই!

কামরুল হাসান জনি
Published : 13 Jan 2013, 07:54 AM
Updated : 13 Jan 2013, 07:54 AM

আমি রাতভর জেগে থেকে কবিতা রচয়িতা কবিদের দলে নই, গণমাধ্যমে রাজনীতির মাতামাতি করে রাতারাতি স্বল্প আয়ুর নেতা হয়ে যাওয়ার কাতারবদ্ধও নই। যেমন সাহিত্য ও বাস্তবতা দু'টো আলাদা বিষয় ঠিকই তেমনি কবি-সাহিত্যিক ও রাজনৈতিক নেতা এ দু'টোও ভিন্ন জাত। আমি আমজনতার তালিকায় শরীক হওয়া ক্ষুদ্র সামাজিক জীব। তাই সাধারণ আদব-কায়দা আমার মাঝে বিরাজমান। রাজনৈতিক নেতাদের মত কথায় কথায় মিথ্যা বুলি আর লোভনীয় আশ্বাস শুনাতে পারি না। পারিনা কলমের কালি খরচ করে রাতভর জেগে, খেয়ে না খেয়ে কবিতা লিখে গণমানুষের কথা বলতে। কিছু বেকার মানুষের অবসর সময় কাটানোই হচ্ছে কবিতার চর্চা আর কিছু লোভী মানুষের স্বার্থ আদায়ের কর্মকাণ্ডই হলো রাজনীতি। প্রেম-ভালবাসা হারিয়েছি সেই কবেই যখন থেকে উন্মুক্ত কারাগারে বন্দি কয়েদির মত জীবন যাপন করছি। তাই হয়তো প্রেমিক মনের কথা ব্যক্ত হয়না। যাই বলি সোজাসুজি স্ট্রেট কাট।

হয়তো কারও ভাল লাগে, হয়তো না এতে আমারও কিছু যায় আসে না। যাহা সত্য তা বলতে দ্বিধাদ্বন্দ্ব কিসের? কোন ভয় ভীতি নয়। সত্য সর্বদাই সত্য। তাকে মর্যাদা দিতেই হবে।