সাংবাদিকদের বলছি

কামরুল হাসান জনি
Published : 5 Feb 2013, 07:55 PM
Updated : 5 Feb 2013, 07:55 PM

"কেউ প্রতিবাদ করবেন না, করলে আমার মত রিমুভ লিস্টে পড়ে যাবেন। অবাক হলাম যাহা সত্য তাহা বলতে গিয়ে।"

সাংবাদিকের কোন দল নেই। কোন দলের পতাকা তলে গিয়ে নিজেকে ওমুক তমুক সাজানোর মধ্যে কোন সার্থকতা নেই। বাংলাদেশের কোটি জনতা তাকিয়ে থাকে মিডিয়ার দিকে কি হচ্ছে দেশে আর কি হবে আগামীতে? ব্যাখ্যা চায় জনগণ। শুধু মাত্র একটি সঠিক তথ্য দিয়ে সহযোগিতাই করা সাংবাদিকের কাজ। সংঘাতের ইন্ধন দেয়া নয়।

সরকারি বা বিরোধী দলের হয়ে কথা বলা সাংবাদিকের আদর্শের মধ্যে পড়ে না। কোন দলের পক্ষ হয়ে যদি কাজ করেন তবে তার থেকে শুধু কিছু পদক আর লেনদেনের সম্পর্ক গড়ে উঠবে আপনার কিন্তু জনগণের সাথে চরম বিশ্বাস ঘাতকের তালিকায় আপনার নামটি লিপিবদ্ধ করে নেমে তারা।
বাংলাদেশের খুব নাম করা এক সাংবাদিকের ষ্ট্যাটাস দেখলাম তিনি কোন একটি দলের হয়ে চাপাই গাইছেন, তাৎক্ষণিক তাকে প্রশ্ন করলাম- আপনি কি ঐ দলের হয়ে কাজ করেন? তিনি আমাকে ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করে দেন। সত্য কে সত্যই যদি না বলতে পারেন তবে কেমন সাংবাদিক আপনি? নাম দিয়ে নিজেকে জাহির করা থেকে বিরত থাকুন এটাই আপনার জন্য শ্রেয়। পেশাগত দায়িত্বে নিজের সততা পরিচয় দিবেন আশা করি।

দল কোন সাংবাদিকের জন্য নয়, সাংবাদিক শুধু আমজনতার জন্য।