রোহিংগা ও আমাদের মানবতাবোধহীনতা

হাসান তারিক
Published : 14 June 2012, 05:52 PM
Updated : 14 June 2012, 05:52 PM

সীমানা রেখা টেনে দিয়ে দেশ ভাগ করা যায়,কিন্তু সমাজ-ভাষা-ঐতিহ্য-সংস্কৃতি কি আসলেই ভাগ করা যায়? রোহিংগারা বাংলাদেশী না হলে ও ভাষাগত ও অন্যান্য মিলের কারণে তাদের এই বিপর্যয়ে পাশে দাঁড়ানো আমাদের উচিত ছিলো। কিন্তু আমরা এই সহজ সহানুভূতির ব্যাপারটিকেও রাজনীতিক মারপ্যাঁচে জটিল করে তুলেছি।

তবে কি আমরা বিবেক থেকে মানবতা বোধহীন হয়ে যাচ্ছি? যদি তাই হয়,মানব ইতিহাস কোনদিন আমাদের ক্ষমা করবে না…..