১৫ আগস্টও ব্যাংক খোলা রাখা হোক

হাসান তারিক
Published : 13 August 2012, 04:17 AM
Updated : 13 August 2012, 04:17 AM

সারাদেশ যেখানে ঈদ এর ছুটি ভোগ করা শুরু করবে ১৮ আগস্ট থেকে,সেখানে ব্যাংকার দের পূর্ণ দিবস অফিস করতে হবে। ঠিক আছে,তাই হবে। ঈদ এর আগে টানা তিন দিন ছুটির পর আমাদের মহান জনগণের সুবিধার জন্য না হয় ১৮ তারিখ,শনিবার অফিস করবো ।

আমাদের মহানের মহান বাংলাদেশ ব্যাংক, সব ব্যাংকের মাথা, আজ আবার নতুন সার্কুলার জারি করেছে, ১৬ তারিখ( শবে কদরের দিন) অফিস ১২.৩০ পর্যন্ত খোলা থাকবে। জানেন নিশ্চয়, ব্যাংকে ঢোকার সময় আছে, বেরোনোর নেই।তার মানে, ১৬ তারিখও গেল।

তাহলে আর ১৫ আগস্ট বাদ যাবে কেন? ঐ দিনও অফিস খোলা রাখা হোক ।

মহামান্বিত শবে কদর এর রাতের চেয়ে কি জাতীয় শোক দিবস বড়? বঙ্গবন্ধু কে আমরা ভালবাসি। তিনি আমাদের বুকের ভিতর, অস্তিত্বে।
লোক দেখানো শোক পালন বা কান্নাকাটি করার জন্য এ বছর ব্যাংক ছুটি রাখার দরকার নেই।
বরং ১৬ আগস্ট ছুটি দরকার। তা না হলে ১৫ ও ১৬ আগস্ট দুইদিন-ই পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখা হোক ।
তাতে জাতির "কামলারা" জাতিকে আর বেশি সেবা প্রদান করতে পারবে।
আর যাই হোক , ব্যাংকাররা তো মানুষ না, তাইনা?!