৮ বোর্ডে প্রথম স্থান অধিকারীর ৭টিতেই সহশিক্ষাবিহীন স্কুলের ঈর্ষণীয় সাফল্য

হাসান
Published : 13 May 2011, 04:51 AM
Updated : 13 May 2011, 04:51 AM

ছেলে ও মেয়ে আলাদা­ এমন স্কুলগুলো সহশিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ঈর্ষণীয় ভালো ফলাফল করেছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সারা দেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকারী আটটি স্কুলের মধ্যে একটি মাত্র স্কুল, যেখানে সহশিক্ষার ব্যবস্থা রয়েছে। সেটি হলো ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকারী রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। বাকি সাত বোর্ডে প্রথম স্থান অধিকারী সাতটি স্কুলই সহ শিক্ষাবিহীন।

সাতটি শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার সহশিক্ষাবিহীন এ স্কুলগুলো হলো­ কুমিল্লা বার্ডে কুমিল্লা জিলা স্কুল, যশোর বোর্ডে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, রাজশাহী বোর্ডে পাবনা ক্যাডেট কলেজ, সিলেট বোর্ডে সিলেট ক্যাডেট কলেজ, বরিশাল বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ, চট্টগ্রাম বোর্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং দিনাজপুর বোর্ডে রংপুর ক্যাডেট কলেজ।

বিভিন্ন বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় যেসব স্কুলের নাম রয়েছে তার মধ্যে ৮০ ভাগেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষাবিহীন।
ঢাকা বোর্ডে সেরা ২০টি স্কুলের মধ্যে দু'টি শিক্ষাপ্রতিষ্ঠান পাওয়া গেছে যেখানে সহশিক্ষা ব্যবস্থা রয়েছে। রাজউক উত্তরা স্কুল ছাড়া অন্য স্কুলটি এস ও এস হারম্যান জি মাইনার স্কুল।
ঢাকা বোর্ডে সহশিক্ষাবিহীন অপর সেরা স্কুলগুলো হলো দ্বিতীয় স্খান অধিকারী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। চতুর্থ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। পঞ্চম বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল টাঙ্গাইল, ষষ্ঠ সেন্ট জোসেফ হাইস্কুল ঢাকা, সপ্তম মনিপুর হাইস্কুল ঢাকা, অষ্টম ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, নবম মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ঢাকা, দশম মির্জাপুর ক্যাডেট কলেজ, ১২তম ওয়াই ডব্লিউ সিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল ধানমন্ডি, ১৩তম হলি ক্রস গার্লস হাইস্কুল ঢাকা, ১৪তম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ঢাকা, ১৫ তম ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট সবুজবাগ ঢাকা, ১৬তম শহীদ বীরউত্তম আনোয়ারা গার্লস কলেজ ঢাকা, ১৭ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ১৮তম ময়মনসিং জিলা স্কুল, ১৯তম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল এবং ২০তম স্খানে রয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুল ঢাকা।

প্রতি বছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় দেখা যায় সহশিক্ষাবিহীন প্রতিষ্ঠানগুলোর একক প্রাধান্য। ২০০৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সারা দেশে সেরা ৮২টি স্কুলের মধ্যে মাত্র ১৮টি স্কুলে শিক্ষাব্যবস্থা রয়েছে।

বাকি ৬৪টি স্কুল সহশিক্ষাবিহীন। ২০০৮ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও সারা দেশের সেরা ২০০টি স্কুলের মধ্যে সহশিক্ষাবিহীন ছিল ১৬১টি এবং মাত্র ৩৯টি সহশিক্ষাবিশিষ্ট প্রতিষ্ঠান।
২০০৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, দেশের সেরা তিনটি কলেজের তিনটিই সহশিক্ষাবিহীন। এগুলো হলো নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ২০০৭ সালের পরীক্ষায়ও সেরা পাঁচটি কলেজের পাঁচটিই ছিল সহশিক্ষাবিহীন। এগুলো হলো নটর ডেম, ভিকারুননিসা, সিটি কলেজ, মতিঝিল আইডিয়াল এবং হলি ক্রস কলেজ।

বিভিন্ন বোর্ডের সেরা ২০স্কুল