এক্সক্লুসিভ: হুসেইন মুহম্মদ এরশাদের সাহিত্য কর্ম

হাসানুজ্জামান তালুকদার
Published : 10 June 2014, 05:11 PM
Updated : 10 June 2014, 05:11 PM

কবি এবং রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের অসাধারন সাহিত্য প্রতিভা দেখুন তার "প্রেমগীতি" কবিতায়। রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য কর্মে আমরা বাংগালী পরিচয় পেয়েছি। আমরা আমরা আমাদের জানতে পেরেছি, নিজেদের পরিচয় ও সংস্কৃতি খুজে পেয়েছি তাই তাদের অবস্থান শ্রদ্ধা, ভালবাসা ও সম্মানের স্থানে। সুতরাং আমি বলবো হুসেই মুহাম্মদ এরশাদের প্রতিও যথােযাগ্য সম্মান, শ্রদ্ধা ও ভালবাসা দেখানো উচিত আমাদের সবার। তার রচিত বহু কাব্যগ্রন্থ ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবে। তিনি জীবিত থাকতে থাকতে দেশব্যাপি মহাসমারোহে সরকারী ভাবে দেশ বিদেশের অতিথিদের নিয়ে তার জম্নদিন পালন করা যেতে পারে, ইত্যাদি। আমাদের তরুন-তরুনী প্রজম্নও অনেক কিছু জানতে পারবে, তার সান্নিধ্য পাবে যা পরবর্তী প্রজম্নদের কাছে বলতে পারবে ও লিখতে পারবে।
তাকে নিয়ে কোন প্রকার হাসি ঠাঠ্ঠা বা মজা কিংবা উপহাস করা মোটেই উচিত নয়। তিনি আমােদর সম্পদ ও একজন জীবন্ত কিংবদন্তীর মতো। তার অনেক মুল্যবান কবিতা, কাব্যগ্রন্থ ও সাহিত্য কর্ম রয়েছে।

প্রেমগীতি
—-হুসেইন মুহম্মদ এরশাদ

তুমি যে আমার অবাক বিষ্ময়
হৃদয় মনের শান্তনা,
স্বপ্নলোকের বাস্তব তুমি
আমার ধারনা ভ্রান্তনা।
ক্লান্ত বিকেলে অবশ পায়ে
ঘুরেছি যখন এই পথে,
শান্ত নদীর নিরব কিনারে
দেখা হয়েছিলো তোমার সাথে।
তোমারে তখন হেরিয়া চোখে
ভেবেছি একি স্বপ্ন নাকি,
খুঁজেছি যাহারে মনের মাঝারে
তাহারেই পেলাম এখানে একাকি!
তোমার নয়নে নয়ন রাখিয়া
বলেছিনু এসো প্রিয়া,
তাপিত হৃদয়ে ঝরনা ঝরাও
প্রেমের অঞ্জলি দিয়া।
তুমিও যেনো অপেক্ষায় ছিলে
কারো পথ পানে চেয়ে
হাত বাড়ালে অপার আবেগে
আমারেই কাছে পেয়ে।
দিগন্তে তখন নেমেছে প্রেমের
পরাগ ছড়ানো বৃষ্টি,
সিক্ত হলাম তুমি আর আমি
হলো এক ইতিহাস সৃষ্টি।
সেই সৃষ্টি সুখের উল্লাসে ভাসি
বলেছি তোমারেই ভালোবাসি
তোমারেই পেতে বারে বারে যেনো
এই ধরনিতেই ফিরে আসি।

হুসেইন মুহাম্মদের জনপ্রিয় কবিতা সমুহ;

1 শ্রাবনের সৃষ্টিতে —– হুসেইন মুহম্মদ এরশাদ
2 ইচ্ছা (গান) — হুসেইন মুহম্মদ এরশাদ
3 এরিকের জন্মদিন (গান) —হুসেইন মুহম্মদ এরশাদ
4 রূপের মোহনায় —–হুসেইন মুহম্মদ এরশাদ
5 দুর্বিষহ সাতদিন ——–হুসেইন মুহম্মদ এরশাদ
6 প্রতিটি মানুষের অন্তরে — হুসেইন মুহম্মদ এরশাদ
7 একটি অভিজ্ঞতার আলোকে — হুসেইন মুহম্মদ এরশাদ
8 কোথাও হয়তো ঘটেছে প্রলয় — হুসেইন মুহম্মদ এরশাদ
9 তোমাদের দোয়া প্রার্থী আমি — হুসেইন মুহম্মদ এরশাদ
10 নতুন দিনের অঙ্গীকার — হুসেইন মুহম্মদ এরশাদ
11 হারিয়ে যাওয়া স্বপ্ন — হুসেইন মুহম্মদ এরশাদ
12 হতভাগ্য এ দেশ —হুসেইন মুহম্মদ এরশাদ
13 সময়ের সাহসী সৈনিক ——– হুসেইন মুহম্মদ এরশাদ
14 আশায় বুক বেঁধে থাকি ——হুসেইন মুহম্মদ এরশাদ
15 বিবর্ণ উৎসব —হুসেইন মুহম্মদ এরশাদ
16 একটি দিনের প্রতীক্ষা — হুসেইন মুহম্মদ এরশাদ
17 ফসলের গন্ধের মতো —হুসেইন মুহম্মদ এরশাদ
18 হুসেইন মুহম্মদ এরশাদ
19 জীবনের ছবি — হুসেইন মুহম্মদ এরশাদ
20 'এক পৃথিবী আগামী কালের জন্য' সৃষ্টির পুর্বরাগ
21 দেখেছি পরিবর্তন সময়ের — হুসেইন মুহম্মদ এরশাদ
22 কারাগারে নিঃসঙ্গ দিনগুলো হুসেইন মুহম্মদ এরশাদ
23 একটি অঙ্গীকার ——–হুসেইন মুহম্মদ এরশাদ
24 শ্রাবনের সৃষ্টিতে —– হুসেইন মুহম্মদ এরশাদ
25 বিজয়ের খবর পেলাম হুসেইন মুহম্মদ এরশাদ
26 হে সুধীবৃন্দ ——-হুসেইন মুহম্মদ এরশাদ
27 প্রতিটি মানুষের অন্তরে — হুসেইন মুহম্মদ এরশাদ
28 প্রেমগীতি —-হুসেইন মুহম্মদ এরশাদ
29 ইচ্ছার স্বাধীনতা চাই ——- সুনীল শুভরায়
30 শুধু তোমারই জন্যে
31 নতুন সংগ্রাম — হুসেইন মুহম্মদ এরশাদ আজ নতুন সংগ্রামে সামিল হতে সামনে এসে দাঁড়িয়েছি এক দুরন্ত দূর্বার বৈশাখের-। পিছনে ফেলে এসেছি কোকিলের মন মাতানো গান, বসন্ত বাতাসের সোহাগ মাখা পরশ, বাসন্তি রঙে রাঙানো রমনীর ভালবাসার আবেগ জড়ানো আলিঙ্গন, পত্র-পল­বের
32 নতুন দিনের অঙ্গীকার
33 নতুন বাংলাদেশ —- হুসেইন মুহম্মদ এরশাদ
34 আমার জন্ম দিনে আমি —— হুসেইন মুহম্মদ এরশাদ
35 কোথাও হয়তো ঘটেছে প্রলয় — হুসেইন মুহম্মদ এরশাদ
36 জীবনের ছবি — হুসেইন মুহম্মদ এরশাদ
37 হতভাগ্য এ দেশ —হুসেইন মুহম্মদ এরশাদ
38 হারিয়ে যাওয়া স্বপ্ন — হুসেইন মুহম্মদ এরশাদ
39 ফসলের গন্ধের মতো —হুসেইন মুহম্মদ এরশাদ
40 কৃষকের গান —–হুসেইন মুহম্মদ এরশাদ
41 একটি অভিজ্ঞতার আলোকে — হুসেইন মুহম্মদ এরশাদ
42 তোমাদের দোয়া প্রার্থী আমি — হুসেইন মুহম্মদ এরশাদ edit
43 দেখেছি পরিবর্তন সময়ের — হুসেইন মুহম্মদ এরশাদ
44 দেখেছি পরিবর্তন সময়ের — হুসেইন মুহম্মদ এরশাদ
45 বিবর্ণ উৎসব —হুসেইন মুহম্মদ এরশাদ
46 এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সময়ের সাহসী সৈনিক ——– হুসেইন মুহম্মদ এরশাদ
47 আশায় বুক বেঁধে থাকি ——হুসেইন মুহম্মদ এরশাদ
48 অন্তহীন বাসনা
49 একটি দিনের প্রতীক্ষা — হুসেইন মুহম্মদ এরশাদ
50 একটি আদর্শের জন্ম — হুসেইন মুহম্মদ এরশাদ
51 দুরন্ড় প্রত্যয় ——–হুসেইন মুহম্মদ এরশাদ