কবি, সাহিত্যিক, সংগীত লেখক ও স্কলার ওয়াহাব মোহাম্মদ

হাসানুজ্জামান তালুকদার
Published : 16 August 2014, 11:46 AM
Updated : 16 August 2014, 11:46 AM

ওয়াহাব মোহাম্মদ বাংলাদেশের সাহিত্য জগতে আরো একটি উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম ৮ই ফেব্রুয়ারি ১৯৪৬ ইংরেজি সালে বাংলাদেশের পিরোজপুর জেলায়। তার পুরো নাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং এম এ ওয়াহাব নামে অধিক পরিচিত। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ এবং সংগীতের ক্ষেত্রে তার রয়েছে অসামান্য অবদান। তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ "মুক্ত প্রবাহ", যা তিনি সদুর জার্মানী থেকে স্ত্রী মোরশেদা খানম রীনা কে লিখে পাঠাতেন এবং তার স্ত্রীকে লেখা সেই প্রেমকাব্য পত্রগুলি তিনি ১৯৯১ সালে তার স্ত্রী মোরশেদা খানম রীনা বই আকারে প্রকাশ করেন।

"অজানাকে জানা" বা "The Secret of Prosperity" তার আরো বিখ্যাত একটি বই যা তিনি ১৯৯৪ সালে কুষ্টিয়া থাকাকালীণ সময়ে লিখেছিলেন এবং পরবর্তীতে এটা জার্মানী থেকে বাংলা এবং ইংরেজী ভার্সন রেকর্ড করে সারা পৃথিবীতে বিতরন করা হয়। এই বইটির অডিও ভার্সনে কন্ঠ দিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সংবাদ পাঠক জায়েদ ইকবাল।

"অগ্ন্যুতপাত" বা "Volcanic Eruption" তার লেখা আর্টিকেল এবং কলাম সমুহের সংকলন।সাপ্তাহিক আলোর ফোয়ারা নামে একটি পত্রিকার সম্পাদকও তিনি। এম এ ওয়াহাব একজন কবি, লেখক, সাংবাদিক, সংগীত লেখক এবং বাইবেল স্কলার। তিনি একজন রেভারেন্ড। তিনি মটিভেশনাল স্পিকার এবং সাইকোলজিক্যাল কাউন্সেলর। বাংলাদেশের অনেক তরুন তরুনী তার বক্তব্যের অনুপ্রেরনা পেয়ে জীবনের সঠিক পথ বেছে নিতে সক্ষম হয়েছে এবং তার সাইকোলজিক্যাল কাউন্সেলিংএ অনেকে মানসিক অবসাদ ও অসুস্থতা থেকে প্রফুল্ল, হাসি, খুশি এবং সুখী, সুন্দর জীবনে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

এম. এ. ওয়াহাব! বাংলাদেশ খ্রিষ্ট্রান সম্প্রদায়ের মাঝে একটি পরিচিত নাম। তার ক্যারিয়ার শুরু হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীতে এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন। খ্রিষ্ট্রান বিশ্বাস মতে মুক্তিদাতা, নাজাতদাতা প্রভু যিশু খ্রিষ্ট্রকে গভীর ভাবে জানবার জন্য বাইবেল, বিজ্ঞান, ধর্মতত্ব এবং জ্ঞানের বহু শাখায় বিচরন করেছেন তিনি। ভ্রমন করেছেন অনেক দেশ। এখনো বাংলাদেশের মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন মহান প্রভু যিশু খ্রিষ্ট্রের সেবায়। বাংলাদেশে খ্রিষ্ট্রন বনাম মুসলিম-হিন্দু-বৌদ্ধ সাম্প্রদায়িক স্থিতিশীলতার জন্য তার প্রচার এবং মানুষকে ভালবাসার গল্প অনেক ভুমিকার দাবীদার।

তার উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থগুলি হচ্ছে; God's Salvation Is Ready Also for You, How Do We Pray, What Do You Think about Jesus Christ, What Must I Get Salvation.

এম. এ. ওয়াহাবের লেখা কিছু অসাধারন গান শুনতে পাবেন সাউন্ড ক্লাউডের এই লিংক থেকে: http://goo.gl/hOXrLV (আধারের বুক চিরে, আলোর বিস্তার ঘটাতে, বেজে উঠেছে হৃদয়ে আমার, ডাকো প্রান খুলে তারে ডাকো, পাপের রাজ্যে ঘুরে ফিরে, ঈসা মসীহ নেমে এসেছে, যদি হারাই কভু, জম্নেছেন আজ ঈসা মসীহ মরুর দুলাল হয়ে, ইত্যাদি।)

মুক্ত প্রবাহ কাব্যগ্রন্থের কিছু কবিতা পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হলো;

#০১:
"অবসর"
-এম. এ. ওয়াহাব।


আজি এ অবসর একলা ঘরে
কেমনে কাল কাটাই
এপাশ ওপাশ খুঁজে কোথাও
সাথী যে কেহ নাই।
ঘরের নির্জনতা বাহিরে ঠান্ডা হাওয়া
মেঘের মুখখানি কালো
যখন তখন ঝরায় অশ্রু
চোখে নেই কোন আলো।
বেজায় রাগে মনে মনে লাগে
গিলবে গোটা দেশটি
পরিশেষে যে প্রবল বেগে কান্নায় পড়িল ফাটি।
আমি এখন কেমন করে
বাহির হবো বলো
তোমার অশ্রু ভিজায়ে যে দিল
চলার পথ যা ছিল।

বুলব্রুন, পশ্চিম জার্মানী
০২-০৮-১৯৮৯

#০২:
"প্রবাসীর কান্না"
-এম. এ. ওয়াহাব।


কত যে বেদনা জমা হলো আজি
ক্ষুদ্র হৃদয়ে মোর
কে আছে সুজন নিবে এ অভাজন
বাঁধবে প্রেমের ডোর।
তোমার কথা মনে পড়ে আজ
স্মৃতির পাতা ফুটে
সোহাগ যে কত দিতে অবিরত
মম তনু পুটে।

পশ্চিম জার্মানী
০৮-০৯-১৯৮৯

#০৩:
"কন্যা সম্প্রদান"
-এম. এ. ওয়াহাব।


আজি এ লগ্ন
মিলনে মগ্ন
চারি আঁখি পাতে
খুশীর বন্যা
বহিল অনন্যা
মধুর প্রভাতে
ধন্য হও দুলামিয়া
আদুরে দুলালী নিয়া
যদিও আমি রিক্ত
আশীষ দানে তোমায়
ব্যস্ত অবিরত
যদিও আখি রবে শিক্ত।

#০৪:
"জীবন পাতা"
-এম. এ. ওয়াহাব।


নানা বর্নে
নানা ঢংয়ে
সাজিয়েছ ডালিখানি
মনোহর! মনোমুগদ্ধকর!!
রয়েছে কি তাতে
জীবনের বাহার?
জীবনকে করেছ বিকি কিনি
বানিয়েছো প্রদর্শনী
কি বুঝেছ?
এটা কি বাদর নাচানী?
আর কতকাল
করবে হয়রানী?
জীবনের পাশে ত কভু
দাড়াওনিকো তুমি
(সংক্ষিপ্ত)

#০৫:
"মুখোশ"
-এম. এ. ওয়াহাব।


কাদের দিল সেতারে টান
জব্বার খাবি খায়, বাচাও জান
তবে বাঁচবে দেশের মান
আসল কথা কেউ করে না উদঘাটন
জমা, জমি, স্থাবর, অস্থাবর,
সবই মোর করে আন
দখল করে জুড়াই প্রান
বেহুদা ধর্মের স্লোগান
দুচার পয়সা উপায়ের ভান।
সপ্তবছর পরে আজ কেন পালান?
তোমার লোভ আর নির্বুদ্ধিতা দেখে
এ আভাষ দিয়েছিল বাপজান
মনে কি পড়ে হে ভাইজান?
(সংক্ষিপ্ত)

"Richly blessed since 1976, witnessing for merciful Lord Jesus Christ, the humble Redeemer of the world. All with Adam were lost and groping in darkness, and out of mercy, to redeem them the divine person, sinless Lamb, Jesus Christ did die to purchase us back to Him. In Christ all the believers are ever secured!" -Wahab Mohammad."

__________________________________________
লেখক: রাইখ হাতাশি; সাংবাদিক, কলামিস্ট এবং মানবাধিকার কর্মী।
তারিখ: ১৬ই আগস্ট ২০১৪ ইং, শনিবার, ঢাকা – বাংলাদেশ।
[হাসানুজ্জামান তালুকদার শিমুল]