২৬ জুন নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস

হাসানুজ্জামান তালুকদার
Published : 19 June 2015, 07:48 AM
Updated : 19 June 2015, 07:48 AM

২৬ জুন তারিখকে চিহ্নিত করা হয়েছে "নির্যাতিতদের সমর্থনের আন্তর্জাতিক দিবস" হিসেবে। এই দিনে বিশ্বজুড়ে শত-শত, হাজার-হাজার মানুষ সেইসব নির্যাতিত মানুষদের পক্ষে এবং সমর্থনে সংঘবদ্ধ হবেন যারা তাদের পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সচেতন এবং সংবেদনশীল করার জন্য পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এমিনেস্টি ইন্টারন্যাশনালের সমর্থক, সেচ্ছাসেবক, কর্মী এবং সাধারন ও উর্ধ্বতন কর্মকর্তাগন বিভিন্ন অবস্থানসূচক অনুষ্ঠান কর্মসুচী পালন করে থাকবেন, কারন নির্যাতন মানবিকতা এবং নৈতিকতার নুন্যতম মানদন্ডটুকুও বহন করে না। সুতরাং এখনই #নির্যাতনবন্ধকরুন

—এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (@AmnestyOnline )।
মো. হাসানুজ্জামান তালুকদার।
ভলান্টিয়ার ফেসিলিটেটর, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটির জন্য এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আর্ন্তজাতিক সদস্য।

26 June marks International Day in Support of Victims of Torture. It's a day when hundreds of thousands of people stand together to support those who've been tortured by authorities around the world. We'll be marking the occasion with events across the globe to sensitize people, to raising awareness against torture that it is a crime, it is not belongs to minimum standard of moral of humanity. So #‎StopTorture ‬.

@Amnesty International
Md. Hasanuzzaman Talukdar
Volunteer Facilitator, Amnesty International Member for Volunteer and the Community.