আঃ হাকিম ভূঁইয়া স্মৃতি মেধাবৃত্তি’র ২৪তম পরীক্ষার ফল প্রকাশিত

মোঃ মোবারক ভূঁইয়া
Published : 5 April 2016, 00:33 AM
Updated : 5 April 2016, 00:33 AM

৩রা এপ্রিল ২০১৬ইং ২৪তম আঃ হাকিম ভূঁইয়া স্মৃতি উৎসাহমূলক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক জনাব মো্: আলমগীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন হলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় দেশের সকল প্রাথমিক শিক্ষা অফিসারদের উপস্থিতিতে ফলাফলটি ঘোষণা করেন।

বৃত্তির আয়োজক আঃ হাকিম ভূঁইয়া বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সকালে ফলাফলের অনুলিপি মাহাপরিচালক মহোদয়ের নিকট হস্তান্তর করেন। এবার উপজেলার ৫২নং বারুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফারহানা জামান মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে এবং ৯৫নং ধামতী (দ:) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোসা: আফরোজা আক্তার ও মো: ইমরান হোসেন যথাক্রমে ২য় ও ৩য় স্থান অর্জন করেছে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় মেয়েরা অপেক্ষাকৃত ভাল ফলাফল অর্জন করেছে। উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার অংশগ্রহণকারীদের মধ্যে নম্বরের ব্যবধান ছিল খুবই সামান্য। তাদের লেখার ধরন এবং বিষয়বস্তুর উপস্থাপনা ছিল যথেষ্ট নজরকাড়ার মতো। স্কুলগুলোর এই ধারবাহিকতা এই অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে ব্যপক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ই নভেম্বরে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৪২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে ২৪তম বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় উপজেলার এলাহাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে। অংশগ্রহণকৃত ৪২০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে।

সংগঠনের সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশ করতে পেরে সকলের কাছে কৃত'তা প্রকাশ করেছেন এবং আয়োজনটির সার্বিক সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

একনজরে বৃত্তি প্রাপ্তদের রোল নং মেধাক্রম অনুসারে প্রকাশ করা হলো।

ট্যালেন্টপুল  বৃত্তি : ১ম থেকে ১০ম রোল নং: 24152, 24199, 24196, 24200, 24290, 24198, 24190, 24188, 24189, 24167।

সাধারণ বৃত্তি : রোল নং: 24201, 24254, 24150, 24206, 24207, 24165, 24168, 24203, 24209, 24197, 24337,  24086, 24191, 24195, 24202, 24208, 24166, 24151, 24324, 24304।

বিশেষ বিবেচনায় বৃত্তি- রোল নং: 24164, 24084, 24036, 24329, 24232, 24231, 24066, 24065, 24267, 24073, 24140, 24110, 24220, 24004, 24037, 24184, 24129, 24011, 24315, 24210, 24319, 24099, 24052, 24116, 24020, 24023, 24288, 24153, 24235, 24240, 24241, 24103, 24161, 24160, 24272।