ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতি

মুহাম্মদ হেলাল উদ্দিন
Published : 8 Dec 2017, 04:09 AM
Updated : 8 Dec 2017, 04:09 AM

ট্রাম্প সাহেব কাহারো কথা রাখিলেন না, শুধু রাখিলেন অবৈধ দখলদারীদের কথা। ট্রাম্প সাহেব ইয়াহুদিদের অতীত ইতিহাস তেলআবিব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স‍্যান্ডির কাছ থেকে নেন নাই, তিনি নিয়েছেন জ্ঞানের জগতের অর্বাচীনদের থেকে। ট্রাম্প সাহেব জেনেও না জানিবার ভান করিলেন। তিনি ফ্রান্স বা যুক্তরাজ্যের বন্ধুত্বকে উপেক্ষা করিলেন, তুরস্ক বা সৌদির সুলতানদের মুখের উপর কালি ঢালিয়া দিলেন।

সারা দুনিয়ার বাদশাহ দুনিয়ার সবচাইতে স্পর্শকাতর সিদ্ধান্ত নিয়েছেন তিন সহস্র বৎসর পূর্বেকার ঘটনাসমূহের বিকৃত রূপের ভিত্তিতে। তিনি জেরুজালেমের আদি বাসিন্দাদের উত্তরসূরীদের অধিকার অস্বীকার করিলেন, সমস্যা সমাধানের পরিবর্তে সমস‍্যাটিকে আরো জটিল রূপ দান করিলেন। এ ঘটনায় তেলআবিবের রাজনীতিকদের উৎসাহর তেল আরো বৃদ্ধি পাইবে, গাজা ও জর্ডান নদীর পশ্চিম অংশে তাহাদের হিংসাত্মক অপরাধ আরো বাড়িবে বৈকি, রাশিয়ান নেতাদের এ অঞ্চলে আধিপত্য আরো বৃদ্ধি পাইবে।

এ স্বীকৃতি দানে তিনি আবার প্রমাণ করিলেন, স্বীকৃতিতে মানুষ হাসে, স্বীকৃতিতে মানুষ কাঁদে।