সাগর-রুনি, তোমরা কবর ছেড়ে উঠোনা!

মওলা ই কুদ্রত
Published : 24 April 2012, 05:25 PM
Updated : 24 April 2012, 05:25 PM

সাগর-রুনি, তোমাদের খুনের পর আমরা কত শত নাটক দেখলাম, শুনলাম কত তর্জন গর্জন, কিন্তু ফলাফল সেই শুণ্যই! দিনের পর দিন গেলো, ময়না তদন্তে তোমাদের দেহ হল কাটা ছেঁড়া, আমরা গুটি কয়েক নালায়েক ছাড়া কেঊ তা দেখেও দেখলেন না! না সরকারী দল, না বিরোধী দল! ইশ, তোমরা যদি রাজনৈতিক নেতা হতে? তা হলে হরতাল হতো, আগুন জ্বলতো, বদর ড্রাইভাররা পুড়ে খাক হত, ব্যাপারটি জাতীয় ও আন্তর্জাতিক রুপ পেত! লাগাতার কর্মসুচী চলতো ঘরে বাইরে! অথচ তার কিচ্ছু হয় নি তখন! এখন তোমরা কেন আবার কবর ছেড়ে উঠবে? কাদের স্বার্থে? তোমরা বরং আমাদের, এই অক্ষমদের মরনের ওপার থেকে অভিসম্পাত দাও! কারন আমরা সাধারন মানুষেরা কিছুই করতে পারিনে!