বাংলাদেশের নাগরিকদের প্রানের মূল্য ও চেরাগি জ্বীন!

মওলা ই কুদ্রত
Published : 25 April 2012, 08:54 AM
Updated : 25 April 2012, 08:54 AM

আমরা দেশের সরকারী ও বিরোধী দুই রাজনৈতিক পক্ষের কাছেই নাগরিকদের প্রানের মূল্য তালিকা চেয়ে রাখছিনা কেন? কারন তা হলে কি কি গুনাবলী অর্জন করলে সেই মূল্য বেশী থেকে আরো বেশী হতে পারে আমরা সবাই সে সব গুনাবলী অর্জনের চেস্টায় মনোনিবেশ করতে পারতাম! সাগর আর রুনির ব্যাপারে তো বোঝাই যাচ্ছে যে তারা সে সব গুনাবলী অর্জনে ব্যার্থ ছিলেন! আবার ইলিয়াস আলীর অন্তর্ধান মাত্র (আমরাও চাই আল্লাহ তাকে তার পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন!) দেশ জুড়ে কি তুল কালাম কান্ড! বিরোধী দল লাগাতার হরতাল দিয়ে চলল! আমাদের মতো সাধারন গো-বেচারা মানুষদের প্রশ্ন, কি গুন ইলিয়াস আলীর আছে যা সাগর-রুনির ছিল না? তার জন্যে কেন শুধু বড়জোর মানব বন্ধন? কেনো তার জন্যে বিরোধী দল আল্টিমেটাম দেয় না শনিবারের?

আচ্ছা, আমরা বললে কি হরতাল হবে? আমাদের হয়ে কে বাস জ্বালাবে? কে পুড়িয়ে মারবে বদর ড্রাইভারদের? যদি আলাউদ্দিনের সেই চেরাগী আজ্ঞাবহ জ্বীনকে পেতাম, তবে বলতাম, সাগর-রুনির খুনের জন্যে, সাধারন মানুষদের ভোগান্তির জন্যে, বদর ড্রাইভারদের জন্যে একদিন একঘন্টার একটা হরতাল করে দাও হে, আর সেই হরতালে ভেঙ্গে গুড়ো গুড়ো করে দাও মন্ত্রী, মিনিস্টার, রাজনীতিবিদ আর পোষা বুদ্ধিজীবিদের যত বাহারী দামী গাড়ী গুলো, ওদের সকল কে একদিন অন্ততঃ পায়ে হাটিয়ে মাইল কয়েক নাও, একদিনের জন্যে ওদের কিচ্ছুটি খেতে দিওনা আর একদিনের জন্যে ওদের মনে পয়দা করে দাও স্বজন হারানো তীব্র ব্যাথার অনুভুতি!