সময় নদীর স্রোতের মত বহমান

হিমালয়
Published : 7 March 2012, 09:34 AM
Updated : 7 March 2012, 09:34 AM

মানব জীবনের সামনে অনেক কর্তব্য ও দায়িত্ব থাকে জীবনের নির্দিষ্ট সময়সীমার সকল দায়- দায়িত্ব সম্পন্ন করতে হলে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে | কাজের পরিমাণ বিবেচনা করে সময়কে ভাগ করে নিলে সঠিক সময় এ কাজটি শেষ হবে | কর্ম অনন্ত আর মানব জীবন সংকীর্ণ | জীবন ও জগৎ সংসারে সময় অমূল্য সম্পদ, প্রকৃত পক্ষে সময়ের সমষ্টি জীবন | সময় একবার অতীত হলে তা কোটি টাকার বিনিময়ে আর ফিরিয়ে আনা যায়না | রাজা – বাদশা ,ধনী-গরীব, তরুণ-যুবক ,শিশু-বৃদ্ধ ,কারও জন্য অপেক্ষা করে না সে তার আপন গতিতে চলতে থাকে | একটি প্রবাদ আছে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না | মানুষ নিজের ধন-সম্পত্তি , মান-সম্মান ,বংশ, গৌরব, ইত্যদির বন্ধনে চির আবদ্ধ সুতুরঙ্গ এগুলো উপেক্ষা করতে পারে না কিন্তু সময় এ গুলোকে উপেক্ষা করে মহাকালের সাথে মিশে একাকার হয়ে যায় মানুষ সময়কে ধরে রাখতে পারে না |

মানব জীবন চিরস্থায়ী নয় , মহাকালের নিয়মে সৃষ্টি চরাচর প্রতিনিয়ত ধ্বংসের দিকে এগিয়ে চলছে তাই সময়ের কাজ সময় এ করা বুদ্ধি মানের কাজ |