সৌদি মহিলার শিরশ্ছেদ

হিমু
Published : 20 Oct 2011, 07:31 PM
Updated : 20 Oct 2011, 07:31 PM

সৌদি সংবাদ সংস্থার বরাত দিয়ে এফপি জানায়, ২০ অক্টোবর ২০১১, সৌদীর রাজধানী রিয়াদে স্বামীকে আগুনে পুড়িয়ে মারার দায়ে এক সৌদি মহিলাকে শিরশ্ছেদ করা হয়। এ নিয়ে এই বছর-এ শিরশ্ছেদ-এর পরিমাণ দারাল ৬৫। যা কিনা পূর্ববর্তী যে কোনও সময়ের চেয়ে অধিক। ঘজালা বিনত নাসের আল বালাবি, সামিকে ঘুমন্ত অবস্থায় ঘরে আটকে রেখে বাহির থেকে আগুন লাগিয়ে দেয়। দু সপ্তাহ পূর্বে আট বাংলাদেশী ও দুই সৌদি সহ মোট দশজন কে একই দিনে শিরশ্ছেদ করা হয়। পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কমিশন সৌদি সরকারের কাছে শিরশ্ছেদ বন্ধের আবেদন জানালেও তাতে কোনও কাজ হয়নি।

ইসলামী শারিয়া আইন দারা কঠোর ভাবে নিয়ন্ত্রিত সৌদি আরব-এ ধর্ষণ, খুন, ধর্ম বিসর্জন, অস্র ডাকাতি এবং মাদক চোরাচালানের জন্য শিরশ্ছেদ-এর বিধান রয়েছে।