সময় তো ফুরেই গেল, কবরেও পা চলে গেল

খুজে পাওয়া হিরা
Published : 13 March 2012, 08:47 PM
Updated : 13 March 2012, 08:47 PM

আসুন আমরা সাধারণ জনগণ এখন একটাই দাবি তুলি দুই নেত্রীর রাজনীতি থেকে বিদায় চাই, রাজাকার বিচার চাই, এক প্রধান মন্ত্রীর দুই বারের বেশি ক্ষমতায় আর দেখতে আর চাই না। বস্তা পচা কথা আর শুনতে চাই না, দেখে ও আর বিরক্তও হতে চাই না। বার বার অতীত ভেবে ভবিষত আর নষ্ট করতে চাই না । দারিদ্র মুক্ত, বেকার মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা ২০২৫ সালের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ তম ১০ জাতির মধ্যে এক জাতিতে বাস্তবে পরিণত হতে চাই ।

পাঠক, আমরা কখন কি চিন্তা করে দেখেছি একটা মানুষ কতদিন পৃথিবীতে বাঁচে? আপনারা ভাববেন কত আর? বড় জোর ৬০ বছর? তারমানে আমরা মানুষ পৃথিবীতে যোগ বিয়োগ গড় মাত্র ২১,৬০০ দিন অথবা মাত্র ৫,১৮,৪০০ ঘণ্টা বাঁচি! আবার এর ভিতরে আমরা কে কি ভাবে কোন কাজে কতটুকু সময় অতিবাহিত করি? কতটুকু সময় ঘুমে থাকি আর কতটুকু সময় নিজেকে নিয়ে, মানুষ কে নিয়ে, সৃষ্টির সেবা কে নিয়ে ভাবি? কতটুকু সময় দেশ কে নিয়ে ভাবি? এই দেশ কাদের বলতে পারেন পাঠক? এই দেশ কি একজন প্রধান মন্রী ও তার কিছু এমপি মন্ত্রীদের? নাকি বিরোধীদলের? আর কত? আমরা বদলাতে পারি না বলেই আমাদের কে দিয়ে যা খুশি তাই করাতে পারে আমাদের বর্তমান সমাজ বেবস্থা। আমরা প্রতেকে নিজেকে ভালো মানুষ বলে দাবি করি, ভাবি ঠিকই, কিন্তু ভালো কিছুর চিন্তা জন্ম দিতে পারি না, আর পারলেও তা বাস্তবে রূপ দিতে চাই না, কিন্তু কেন? আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা কী রেখে যাচ্ছি? আমরা কী পারি না নতুন প্রজন্মের কাছে সুন্দর একটা দেশ উপহার দিয়ে যেতে? আর কত দিন অথবা কত ঘণ্টা লাগবে আমাদের নিজেদের কে বদলাতে? আমরা যদি নিজেরা সাহস করে না বদলাই তাহলে কে আমাদের কে বদলে দিবে? আমাদের কিসের ভয়, মৃতুর? সেটা তো সিন্দুকে বসে থাকলেও আসবেই। আমাদের আগের সব প্রজন্ম রা সবাই চলে গেসে আমরাও চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। আমাদের সময়ত ফুরেই গেল কবরেও পা চলে গেল । একটাই দাবি হোক সবার রাজনৈতিক নামের সন্ত্রাস, তার হাত থেকে মুক্ত হতে চাই এবার। শান্তিতে মরতে চাই, বাঁচার মত বাঁচতে চাই ।