রাজনৈতিক অস্থিরতা ও আমরা সাধারন জনগন

মুক্ত কবি
Published : 16 May 2012, 04:23 PM
Updated : 16 May 2012, 04:23 PM

বহু নাটকীয় ঘটনার পর আজ কারাগারে পাঠানো হল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, এলডিপি প্রধান অলি আহমদসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের। দুই সপ্তাহ হরতাল মুক্ত থাকার পর জনমনে যখন কিছুটা স্বস্থি এসেছিল ঠিক তখনি এই ঘটনা সাধারন মানুষকে আতংকিত করেছে । কারন,১৮ দল আবার লাগাতার ভয়াবহ কর্মসূচি দিবে তাতে আবার শুরু হবে জন ভোগান্তি । হয়তো সাধারন কোন মানুষ লাশ হবে,ছেলে হারাবে কোন মা,বাবা হারাবে কোন সন্তান,বিধবা হবে কোন নারী।কিন্তু এভাবে আর কতদিন? আর কতদিন সরকার দলের পেটুয়া বাহিনী আর বিরোধী দলের আন্দোলনের বলি হবে সাধারন জনগন। এই নষ্ট রাজনীতির শেষ কোথায়। ওরা কি বুঝেনা যে মানুষ আর এসব চায়না। মানুষ বসবাস যোগ্য সুন্দর বাংলাদেশ চায়। চায় সেই সোনার বাংলাদেশ যার জন্য সতীত্ব বিসর্জন দিয়েছে অনেক নারী………………।