আর্তনাদ ও ভালবাসা-১

মুক্ত কবি
Published : 9 June 2012, 05:07 PM
Updated : 9 June 2012, 05:07 PM

চুয়েট এর নিউ হল এর ডাইনিং এ বসে মাংশের ছোট ছোট টুকরাগুলোর স্বাধ নিচ্ছিলাম।রিংটোনের শব্দ পেয়ে মোবাইলটা কানে লাগিয়েই বুঝতে পারলাম কোন সমস্যা । হ্যা তাই আমার ধারনা সত্যি হল অপরপ্রান্তের কন্ঠ শুনে,
"ভাইয়্যা আমার এক ফ্রেন্ডের আম্মু অসুস্থ, অনেক রক্ত দরকার, খুব খারাপ অবস্থা, ভাইয়্যা কিছু একটা করেন না" বলেই ফোনটা তার সেই বন্ধুটিকে দেয়,মোবাইলের অপরপ্রান্তে মায়ের জন্য ছেলেটার কান্না আমার
হ্রদয় স্পর্শ করে। আমি ওকে সম্ভাব্য কিছু জায়গায় যোগাযোগ করতে বলি এবং আমি দেখছি বলে ওকে আশ্বস্ত করি। ফোনটা কেটেই SDH এর wall এ জরুরী ব্লাড দরকার লিখে একটা পোস্ট দেই।
যোগাযোগের জন্য দুইটা নাম্বারও দেই।পরিচিত সব জায়গায় কল করি ।
কিছুক্ষন পরপর wall এর পোস্ট এ লাইক বাড়তেছে কিন্তু কেউ কোন যোগাযোগ করছেনা দেখে মনটা আরও খারাপ হয়ে গেল । পরিচিত অনেক কেই ফোন দেই,পাশের সবগুলো রুমে খুজেও ব্যার্থ হই ।
পরের দিন খুব ভোরেই মোবাইলের রিংটোনটা বেজে উঠলে খুব বিরক্তি নিয়েই ফোনটা ধরে সালাম দিতেই আমার কন্ঠটা থেমে যায়, মোবাইলটা কানে রেখেই আমি স্তব্ধ হয়ে বসে থাকি। নিজেকে আবিস্কার করি
আমি কাঁদছি। কানে একটা কথাই বারবার বেজে উঠছে " ভাইয়্যা আম্মু আর নেই,আম্মু মারা গেছে,ভাইয়্যা আপনাকে আর কষ্ট করতে হবেনা" ।
কিন্তু তার পরের দিনই যখন পাশের রুমে বসে এ নিয়ে কথা হচ্ছিল, যখন জানলাম যে এই রুমেরই একজনের ব্লাড গ্রুপ মৃতের গ্রুপের,সে চাইলেই দিতে পারতো। তখন কষ্টটা অনেক বেড়ে গিয়েছিল।

আজকে যখন এই লেখাটা লিখতেছি তখনও SDH এর এক volunteer ওর এক ফ্রেন্ডের মায়ের জন্য A+ রক্তের জন্য কল করেছিল।
এভাবে প্রায় প্রতিদিনই ফোন আসে "ভাইয়্যা রক্ত লাগবে,খুব জরুরী, একটু দেখন না" , মাঝে মাঝে ব্যবস্থা করতে পারি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হই।

আমরা সবাই জানি , প্রতি চারমাস পরপর রক্ত দিলে ক্ষতিতো হয়ই না বরং জীবন বাচানোর মত মহৎ কাজ করা যায়।

রক্তের জন্য আর কেউ মারা যাবে এটা আমাদের কাম্য নয়। আর কোন মা, বোন কিংবা কাছের বন্ধুটিকে যাতে রক্তের জন্য জীবন দিতে না হয়
সেজন্য SDH এর নতুন প্রজেক্ট "SDH Blood Group Database".
যেখানে দাতার রক্তের গ্রুপ, ঠিকানা,দিতে পারবে কি পারবে না সবকিছুই সংগ্রহ করা থাকবে।
কারো রক্তের দরকার হলে গ্রুপ ও এরিয়া অনুযায়ী যারা দিতে পারবে SDH এর পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করে রক্তের ব্যবস্থা করে দেয়া হবে।

আমাদের সবার আন্তরিক প্রচেষ্টায় একটি সুন্দর Database করাই আমাদের একান্ত ইচ্ছা। আপনি যদি "SDH Blood Group Database" নিয়ে
কাজ করতে চান,তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন……।
যোগাযোগ-০১৭১৭৮১২১০২
https://www.facebook.com/groups/sdh.org2011/