ব্লগার ভাইদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন?

এইচ এম বিশ্বাস
Published : 7 July 2012, 10:06 AM
Updated : 7 July 2012, 10:06 AM

বিদ্রোহী বা বিরুদ্ধ বলতে আমরা কি বুঝি? অনেক সময় অনেক লেখা বা মতামতের মধ্যে দেখা যায়, কারো বিরুদ্ধে বা করো বিপক্ষে লেখা নিয়ে নানা ধরনের মন্তব্য । তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে বিরুদ্ধে পোস্ট দেওয়া মানে কি? যেমন ধরেন ইভটিজিং নিয়ে লিখা হল তার মানে লেখক ইভটিজিংকারীদের বিপক্ষে আবার যারা ইভটিজিং করে তাদের বিরুদ্ধে লেখাটি চলে গেল । আরেকটি উদাহরণ গত কয়েকদিন ধরে শবে বরাত নিয়ে ব্লগে অনেক লেখা-লেখি হয়েছে। তাতে অনেকেই বিরূপ ভাব্ প্রকাশ করেছে। আবার অনেকে লেখেন কারো বিরুদ্ধে কোন লিখবেন না। যদি তাই হয় তাহলে কি যেটা অন্যায় সেটা অন্যায়ই থেকে যাবে তার কোন সমাধান আসবে না।!!!! আমি মনে করি যে যেটাই লিখুক তার সমাধানটা মন্তব্যর মাধ্যমেই হবে। যে যেটাই লিখুক না কেন আমরা মন্তব্যের মাধ্যমে এর সমাধান দিব। এটা আমার মন্তব্য । বাকি আপনাদের মন্তব্যটা এই পোস্টের মন্তব্যের মাধ্যমে জানতে আশা রাখি?