আইপিএল এ কেন সাকিব-তামিমকে খেলানো হচ্ছে না?

মো: আবু নাসের
Published : 9 April 2012, 06:23 PM
Updated : 9 April 2012, 06:23 PM

আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমিক মানুষ অনেক আসা নিয়ে বসেছিলাম টিভির পর্দার সামনে আইপিএল -এ সাকিব-তামিম এর খেলা দেখার জন্য। কিন্তু আমরা ভাবতে পারিনি সাকিব-তামিমকে একাদশে রাখা হবে না। তাদের এই ভাবে দর্শক হয়ে বসে থাকতে হবে মাঠের বাহিরে। তারা কি তাদের যোগ্যতার প্রমাণ দেয়নি এশিয়া কাপে? সাকিব কী দেয়নি গত আইপিএল?

পুরো ক্রিকেট বিশ ও আমরা ষোল কোটি মানুষ এক সাথে মনে করি সাকিব ইস দা বেস্ট। আইসিসি রাংকিং -ই তার বড় প্রমাণ। তারপরও কেন সাকিবকে একাদশে রাখা হল না? আমরা আজ বিষন্ন ক্ষুব্ধ ও চরম হতাশ। গত দুইটি ম্যাচ চরম হারের স্বাদ পেতে হল কলকাতার। আমরা মনে করি কারণ হল একটাই সাকিবকে খেলানো হয়নি। সাকিব খেলবে তো দল জিতবে।

জাহাজ যতই শক্তিশালী ও বড় হোক না কেন তাতে যদি একটা ছোট ফুটো থাকে জাহাজ কিন্তু ডুবে যাবে নিশ্চিত। ঠিক তেমনি আজ কলকাতার অবস্থা। আমরা আসা করি বাকি ম্যাচগুলোতে সাকিব-তামিমকে অবশই খেলানো হবে নিজদের ভালোর জন্য। সাকিব-তামিম তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে দেশের মুখ উজ্জল করতে সমর্থ হবে। আমাদের পক্ষ থেকে তাদের জন্য শুভ কামনা রইল.