আমাদের পণ্য ও যুক্তরাষ্ট্র

হাসান রশীদ বাবু
Published : 10 July 2012, 06:20 PM
Updated : 10 July 2012, 06:20 PM

আজ জাতীয় প্রেস ক্লাবে মার্কিন রাষ্ট্রদূত মন্তব্য করেছেন,বাংলাদেশী পণ্য কিনে তার দেশের ব্যবসায়ীরা সুনাম নষ্টের ঝুঁকি নেবে না।কারণ হিসাবে উল্লেখ করেছেন উন্নত কর্মপরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। দ্বিতীয়বার অভাব যে গত বিশ-পচিশ বছর ধরে রয়েছে সেটা এদেশের সবাই জানে। আর প্রথমটা কর্মপরিবেশ (রপ্তানীমুখী পোষাক) কারখানার প্রথম দিকে একেবারেই ছিল না। বর্তমানে উল্লেখযোগ্য কারখানায় পরিবেশ অনেক উন্নত। গত তিন দশক তাদের ব্যাবসায়ীরা সুনাম নষ্ট হবার ঝুঁকি নিয়ে এদেশের পণ্য কিনেছেন। এখন আর সেই ঝুঁকি নিতে চায় না! নাকি বর্তমানে তাদের অন্য কোন স্বার্থ আছে,যেটা আমরা পুরণ করতে পারছিনা?