আজ জাতীয় প্রেস ক্লাবে মার্কিন রাষ্ট্রদূত মন্তব্য করেছেন,বাংলাদেশী পণ্য কিনে তার দেশের ব্যবসায়ীরা সুনাম নষ্টের ঝুঁকি নেবে না।কারণ হিসাবে উল্লেখ করেছেন উন্নত কর্মপরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। দ্বিতীয়বার অভাব যে গত বিশ-পচিশ বছর ধরে রয়েছে সেটা এদেশের সবাই জানে। আর প্রথমটা কর্মপরিবেশ (রপ্তানীমুখী পোষাক) কারখানার প্রথম দিকে একেবারেই ছিল না। বর্তমানে উল্লেখযোগ্য কারখানায় পরিবেশ অনেক উন্নত। গত তিন দশক তাদের ব্যাবসায়ীরা সুনাম নষ্ট হবার ঝুঁকি নিয়ে এদেশের পণ্য কিনেছেন। এখন আর সেই ঝুঁকি নিতে চায় না! নাকি বর্তমানে তাদের অন্য কোন স্বার্থ আছে,যেটা আমরা পুরণ করতে পারছিনা?
আমাদের পণ্য ও যুক্তরাষ্ট্র
ক্যাটেগরিঃ অর্থনীতি-বাণিজ্য
মজিবর বলেছেনঃ
ভাই রশিদ, ক্রেতা পণ্য ক্রয় করে পণ্যের কুয়ালিটিতে না পণ্যের উদপাদন কারীর শ্রমিকের অবস্থান দেখে, না যেখানে পণ্য উদপাদন হয় সেখানের রাজনৈতিক সিতিশীলতার উপর নাকি শুধু তাদের কথা মত না চলার জন্য। তাদের কথা মত না চলার জন্যই যদি হয় তবে কেন তারা বার বার ড ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ দেওয়ার জন্য চাপ দিচ্ছে? এটা অবশ্যই আমাদের সকলের উপলদ্দি কী তা সবার অনুমেয়। আমাদের দেশের প্রতিষ্ঠানে কে নিয়োগ পা বা পাবেনা তা আমাদের দেশের অবস্থান। তারা কেন বার বার এখানে শক্তি প্রয়োগ করছেন। পণ্যের কওয়ালিটিতে ও পণ্যের মূল্যের উপর কেন বেচা হয় কখই শ্রমিক ও সেদেশের রাজনৈতিক প্রভাব অতখানি প্রভাব ফেলবেন নিশ্চই। বাকি টুকু আপনারা বুঝুন ..। ………।