মানুষ সৃষ্টির সেরা জীব। সেরা করেই সৃষ্টি করেছেন বিধাতা। আমাদের বিবেক দিয়েছেন ভাল–মন্দের পার্থক্য করার জন্য। আমরা পার্থক্যটা ঠিকই বুঝি, কিন্তু মন্দটাকে ছেঁটে ফেলে ভালটাকে গ্রহণ করি না, বরং তার উল্টোটা করি। এর মাত্রা যে আসলে কত বেশি তা আমাদের নিত্যদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোই প্রমাণ।
ধর্ষণ! শব্দটা যেন অত্যান্ত স্বাভাবিক হয়ে উঠছে। মাঝেমধ্যেই ধর্ষণ শব্দটা তোলপাড় করে দিচ্ছে গোটা দেশকে। ধর্ষণ থেকে নিস্তার নেই যেন কারও। আট মাসের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা, কারো মুক্তি নেই। আমাদের এ কেমন মানসিকতা? সভ্য সমাজে বাস করে দিনকেদিন আমরা অসভ্যতার তলানিতে যাচ্ছি। নারী রক্ষা পাচ্ছেনা দেশের সবথেকে নিরাপদ স্থানেও, হোটেল, মোটেল ভার্সিটি তো অনেক পড়ে। গোটা দেশ যেন আজ ধর্ষণপুরী!
মানুষ যে কতটা নির্লজ্জ আর লম্পট হতে পারে তার বড় উদাহরণ সাফাত, সাদমান, নাঈমরা। জন্মদিনের পার্টিতে ডেকে বান্ধবীকে ধর্ষণ করে। যে দিন সে তার মায়ের জরায়ু থেকে বের হয়ে এসেছে, সেই দিনই সে রক্তাক্ত করে দিল অন্য কারো জরায়ু। এ কোন মানসিকতা! এটা কোন সভ্যতা? আমরা মানুষ হব কবে? আমরা এই পৈচাশিকতার শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি। যেন ভবিষ্যতে অন্য কেউ ধর্ষণ করার সাহস না দেখায়।
মোঃ আব্দুর রাজ্জাক বলেছেনঃ
শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে– এটা বেশ পুরাতন ধারণা। অভিযুক্তদের সাথে ভিকটিমদের সম্পর্ক, অপরাধ সংগঠনের সময়, স্থান, অভিযোগ আনায়নের কালিক দূরত্ব এ সব মিলে এ ঘটনাটি বাংলাদেশের ফৌজদারি অপরাধ ও তার বিচার প্রক্রিয়ার একটি বিশেষ উদাহরণ হবে বলে ধারণা।
ভিযোগ আনার
মাহবুব উল আলম বলেছেনঃ
বাবা মা তাদের “গোল্ডেন বয়েস” সোনার ছেলেদের নিয়ন্ত্রন করতে ব্যর্থ। “গোল্ডেন বয়েস” সোনার ছেলেদের থেকে মেয়েদের সাবধান থাকা , মার্শাল আর্ট শিক্ষা দরকার, বর্তমান যুগে পর্দা হিজাব পরিধান করা নারীদের উপর হামলা হচ্ছে। “গোল্ডেন গার্ল” সোনার মেয়েদের পরিমান বাড়ছে, পুরুষ নির্যাতন আইন দরকার, বিবাহের পর পুরুষ নির্যাতন ………………………………!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হুমায়ুন কবির বলেছেনঃ
ভালই বলেছেন মাহবুব উল আলম ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
হুমায়ুন কবির বলেছেনঃ
শাস্তির ভয়ে মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে- ধারনাটা পুরাতন হলেও কার্যকর। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, অপরাধের মাত্রানুযায়ী শাস্তি হয়না। মেয়েশিশু ধর্ষনের বিচার না পেয়ে বাবা আত্মহত্যা করে করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিচার ব্যাবস্থার কি করুন দশা।