ঢাকার যত ঐতিহাসিক মসজিদ- ২য় পর্ব

ওমর ফারুক কোমল
Published : 10 Jan 2017, 04:57 PM
Updated : 10 Jan 2017, 04:57 PM

মসজিদের শহর আমাদের এই ঢাকা। পাড়া থেকে বন্দর, এ গলি থেকে সে গলি, মসজিদের কোন অন্ত নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন ডিজাইনে তৈরি হয়ে আসছে এসব মসজিদ। সম্প্রতি ঢাকার সকল প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ আমি দর্শন করেছি। আর সেই দর্শন অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার জন্যে তৈরি করছি সিরিজ ভিত্তিক ভিডিও। সেই সিরিজেরই দ্বিতীয় পর্ব নিয়ে আজ হাজির হলাম। এই পর্বে আপনারা ঢাকার জন্মলঘ্নে  নির্মিত মোট চারটি প্রাচীন মসজিদ সম্পর্কে জানতে পারবেন। দেখুন আর জানান আপনার মূল্যবান মন্তব্য….।