ঈদের আগে নগরীতে কর্মপ্রত্যাশী মানুষের সংখ্যা বাড়ছেই

এম. নাজমুল ইসলাম
Published : 16 August 2011, 03:22 PM
Updated : 16 August 2011, 03:22 PM

চট্টগ্রামে জেলা উপজেলাসহ খেটে খাওয়া অভাব তাড়িত মানুষগুলো শহরমুখী হচ্ছে। কাজের সন্ধানে তারা দিগ্বিদিক ছুটাছুটি করছে। প্রতিনিয়ত ভোর বেলায় নগরীর দেওয়ান হাট ব্রীজ, ষোলশহর ২ নং গেইট, মুরাদপুর, চকবাজার অলংকারসহ বিভিন্ন স্পটে দৈনিক চুক্তি ভিত্তিক কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শত শত মানুষ দেখে এ চিত্র স্পষ্ট হয়ে উঠে। বছরের বেশীর ভাগ সময় এ চিত্র দেখা গেলেও ঈদের আগে ভাগে কর্ম প্রত্যাশী মানুষের সংখ্যা বেড়েই যায়। অন্য দিকে দলে দলে শহরে আসা কর্ম প্রত্যাশী মানুষগুলোর ঠিকানা হচ্ছে বেশীর ভাগ ক্ষেত্রেই নগরের ফুটপাত, বস্তি, পরিত্যক্ত ভবন। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগেই প্রতিবছরই কর্ম প্রত্যাশী শ্রমজীবি মানুষ ছুটে আসেন বন্দর নগরী চট্টগ্রামে। এদের একটি অংশ গ্রামের কৃষি শ্রমিক। প্রতিবার রোজার আগেই তারা শহরে এসে থাকে কাজের সন্ধানে। ঈদকে সামনে রেখে শহরে এসে কাজ করে তারা যে অর্থ পায় তা দিয়ে ঈদ উৎসবে পরিবার পরিজনের খরচের যোগান দিয়ে থাকে। শনিবার সকালে চকবাজার এলাকায় কুমিল্লা এলাকা থেকে কাজের সন্ধানে আসা মুনছুর মিয়া জানান নিজ গ্রামে সারা বছর দিনমজুরের কাজ করে থাকি। কিন্ত ঈদে বাড়তি খরচের জন্য শহরে এসেছি বেশি টাকা উপার্জনের আশায়। তিনি তার সাথে আরো ১৮ জন কর্ম প্রত্যাশী শহরে আসার কথা জানান। এসব শহরমুখী মানুষগুলো কেউ কেউ নগরীতে রিকশা, ঠেলা গাড়ি চালক, নির্মান শ্রমিক সহ বিভিন্ন দিন মজুরের কাজ করে থাকে। বাকীরা কাজ না পেয়ে জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধ কর্মে। নগরীর নৈশ প্রহরী ও দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশের সাথে কথা বলে জানা গেছে, রাতে নগরীর কিছু কিছু সড়ক, স্থান থাকে অপরাধীদের দখলে। এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে নিউ মার্কেট, মেডিকেল রোড, রেয়াজউদ্দিন বাজার, রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান, মতিঝর্না, আমবাগান, ঝাউতলাসহ বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ফুটপাতবাসী। আর এসবকে কেন্দ্র করে আবর্তিত হয় নানা অপরাধ কর্ম। ছিনতাই, অসামাজিক কাজ, মাদকের আসর, যৌন অপরাধসহ সবই ঘটছে রাতের নগরীতে। এসব অপরাধীদের বেশিরভাগই ভাসমান মানুষ। কাজ কর্ম না পেয়ে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ কর্মে।

বিভিন্ন থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এমন সন্দেহে প্রায়ই রাতে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে নগর এলাকার সন্দেহভাজনেরা। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে বেশিরভাগ ক্ষেত্রে এদের কোর্টে চালান দেয়া হয়। এমনকি নিয়মিত মামলার পাশাপাশি জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ছাড়া পেয়ে যায় কেউ কেউ।

***
চট্টগ্রাম, ১৬ আগষ্ট ১১
01673270919