শিল্পী ঢালী আল মামুনের উন্নত চিকিৎসার দাবি: চট্টগ্রামে মানববন্ধন

এম. নাজমুল ইসলাম
Published : 17 August 2011, 04:00 PM
Updated : 17 August 2011, 04:00 PM

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষক অধ্যাপক ঢালী আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন তার সহকর্মী শিক্ষক, চারুশিল্পী ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময়ে তারা সরকারের কাছে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন কর্মসূচি চলাকালে দুই ছাত্র ঢালী আল মামুনের প্রতিকী মূর্তি সেজে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকেন। মানববন্ধন থেকে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষকসহ সর্বস্তরের সংস্কৃতি কর্মী প্রতিভাবান এই শিল্পীকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানান। নির্মম এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিহিত করে মানববন্ধন কর্মসূচি থেকে এর তীব্র প্রতিবাদ জানান শিল্পী ও শিক্ষকরা।

এ সময় উপস্থিত ছিলেন, চারুকলা ইন্সটিটিউটের শিক্ষক নাসিমা আখতার, শায়লা শারমিন, খালিদ আহসান, জাহেদ আলী যুবরাজ, সৌমেন দাশ, সাবেক শিক্ষক ও খ্যাতিমান শিল্পী আহমেদ নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর মাসুদ মাহমুদ, সাবেক রেজিস্ট্রার ড.মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

###
রিপোর্ট: এম. নাজমুল ইসলাম, চট্টগ্রাম, ১৭ আগষ্ট ১১
01673270919

***
ফিচার ছবি: আন্তর্জাল থেকে নেয়া