ব্যবসায়িক ক্ষেত্রে সকল প্রকার অসংগতি দূরীকরণে চিটাগাং চেম্বার কাজ করবে –চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট ইনচার্জ

এম. নাজমুল ইসলাম
Published : 21 August 2011, 03:47 PM
Updated : 21 August 2011, 03:47 PM

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ মাহবুবুল আলম বলেছেন, ব্যবসায়িক ক্ষেত্রে সকল প্রকার অসংগতি দূরীকরণে চিটাগাং চেম্বার কাজ করবে। ২০ আগস্ট চট্টগ্রাম রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন মার্চেন্ট এসোসিয়েশন (ক্রামা) আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত অভিমত ব্যক্ত করেন। চেম্বার প্রেসিডেন্ট ইনচার্জ আরো বলেন রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন সংযোজন ও স্থাপনা সংশ্লিষ্ট কাজে জড়িত শ্রমিকরা যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করেন, বিশেষ করে উঁচু ভবনগুলোতে কাজ করার সময় জীবনের ঝুঁকি অনেক গুণে বৃদ্ধি পায়। তাই সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও এক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়নে মাহবুবুল আলম চিটাগাং চেম্বার এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় চট্টগ্রাম রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন মার্চেন্ট এসোসিয়েশন'র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন চৌধুরী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মোঃ সোলায়মান খান মাসুম'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে চেম্বার পরিচালক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস. এম. মাহবুবুল ইসলাম টুকু ও ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিল মোঃ গিয়াস উদ্দিন ছাড়াও চট্টগ্রাম রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন মার্চেন্ট এসোসিয়েশন'র সিনিয়র সহ-সভাপতি হাজী জোনাব আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহিন প্রমুখ বক্তব্য রাখেন।

রিপোর্ট : এম. নাজমুল ইসলাম, চট্টগ্রাম, ২১ আগষ্ট ১১
01673270919