বান্দরবানে উপজাতিদের জুমঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

এম. নাজমুল ইসলাম
Published : 24 August 2011, 04:28 AM
Updated : 24 August 2011, 04:28 AM

বান্দরবানের থানচি উপজেলায় গতকাল মঙ্গলবার ভোরে বিপুল পরিমান অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়ানের সদস্যরা উপজেলার নাইক্ষ্যংছড়ি'র একটি জুমঘর থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি দেশি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি শর্টগান, তিনটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। অস্ত্রগুলো বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করছে স্থানীয়রা । এ ব্যাপারে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সাত্তার জানান, তিনি এখন বান্দরবান শহরে তাই ঘটনাটি জানেন না।

উল্লেখ্য, গত ২৬ জুলাই একই উপজেলার বলিপাড়া ইউনিয়ন থেকে বিজিবি সদস্যরা অং শৈ মার্মা নামে এক সন্ত্রাসীকে পিস্তলসহ আটক করে।

রিপোর্ট: এম. নাজমুল ইসলাম, চট্টগ্রাম, ২৩ আগষ্ট ১১
01673270919