আবর্জনা অপসারণে চসিকের হুইলার ট্রলি

এম. নাজমুল ইসলাম
Published : 23 August 2011, 05:26 PM
Updated : 23 August 2011, 05:26 PM

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ময়লা আবর্জনা অপসারণের জন্য থ্রি হুইলার বিশিষ্ট গারবেজ ট্রলির ব্যবস্থা করছে। এই ট্রলিগুলোর মাধ্যমে নগরীর অলি গলি থেকে দ্রুত ময়লা আবর্জনা অপসারণ করা যাবে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম দামপাড়াস্থ সিটি কর্পোরেশন স্টোরে ময়লা আবর্জনা অপসারন কাজে ব্যবহৃত এই ট্রলির একটি নমুনা দেখেন। এ সময় কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেক উপস্থিত ছিলেন। সে সময় মেয়র বলেন- নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের সড়কগুলো যথেষ্ট প্রশস্ত নয়। ফলে ময়লা আবর্জনা অপসারন কাজে ব্যবহৃত গাড়ীগুলো আবর্জনা অপসারণের ক্ষেত্রে প্রায়শ নির্দিষ্ট স্থানে সহজে পৌছাতে পারে না এবং পরিচ্ছন্ন কর্মীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এ জন্য ময়লা আবর্জনা অপসারণের কাজকে দ্রুত ও গতিশীল করে নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এই থ্রি হুইলার ট্রলি নামানোর ব্যবস্থা করা হচ্ছে। যাতে আবর্জনা অপসারণের সময় নাগরিক দুর্ভোগ কমে আসে। প্রাথমিকভাবে নগরীর দক্ষিণ কাট্টলী, উত্তর হালিশহর, উত্তর মধ্যম হালিশহর, দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে ১০টি থ্রি হুইলার ট্রলির মাধ্যমে পরীক্ষামূলকভাবে ময়লা আবর্জনা অপসারণ করা হবে।