চট্টগ্রাম কাস্টম হাউস ও ব্যাংক ২৮ ও ৩০ আগস্ট জরুরী ভিত্তিতে খোলা রাখার লক্ষ্যে

এম. নাজমুল ইসলাম
Published : 29 August 2011, 06:37 AM
Updated : 29 August 2011, 06:37 AM

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র প্রেসিডেন্ট ইনচার্জ মাহবুবুল আলম আমদানিকৃত পণ্য সামগ্রী ছাড়করণের নিমিত্তে চট্টগ্রাম কাস্টম হাউস এবং এতদসংশ্লিষ্ট ব্যাংক জরুরী ভিত্তিতে খোলা রাখার ব্যাপারে এনবিআর চেয়ারম্যান'র নিকট এক জরুরী ফ্যাক্স বার্তা প্রেরন করেন। ফ্যাক্স বার্তায় তিনি বলেন- চট্টগ্রাম বন্দরে বিভিন্ন পণ্যবাহী জাহাজের দীর্ঘ সারি বর্তমানে পণ্য খালাসের জন্য অপেক্ষমান। জাহাজগুলির পণ্য ছাড়করণে চট্টগ্রাম কাস্টম হাউসের কর নির্ধারণ, আরোপন এবং আদায় অনস্বীকার্য | তাই সরকারী ঘোষণা অনুযায়ী আগামী ২৮ আগস্ট শবে কদর এবং তৎপরবর্তীতে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ঈদ এবং ২ ও ৩ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় চট্টগ্রাম কাস্টম হাউস দীর্ঘ দিন বন্ধ থাকবে বিধায় খাদ্য পণ্যবাহী জাহাজগুলির দীর্ঘ অপেক্ষার কারণে জাহাজ মালিকরা কোটি কোটি টাকার ডেমারেজ চার্জের যাঁতাকলে পড়বে বলে তিনি জানান।

তাই দেশের বিদ্যমান ভোগ্যপণ্যের স্বাভাবিক সরবরাহ এবং বাজার মূল্যের কথা বিবেচনায় রেখে আগামী ২৮ ও ৩০ আগস্ট চট্টগ্রাম কাস্টম হাউস এবং এতদসংশ্লিষ্ট ব্যাংক জরুরী ভিত্তিতে খোলা রাখার বিষয়টি বিবেচনা করার জন্য চেম্বার প্রেসিডেন্ট ইনচার্জ এনবিআর চেয়ারম্যান, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক'র বিশেষ সহযোগিতা কামনা করেন।

রিপোর্ট : এম. নাজমুল ইসলাম, চট্টগ্রাম, ২৪ আগষ্ট ১১
01673270919