রাঙামাটি জেলা পরিষদের নিয়োগে প্রতিবন্ধী কোটা সংরক্ষন না করার প্রতিবাদে মানববন্ধন

এম. নাজমুল ইসলাম
Published : 26 August 2011, 05:00 PM
Updated : 26 August 2011, 05:00 PM

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে প্রতিবন্ধি কোটা সংরক্ষন না করার প্রতিবাদে রাঙামাটিতে মানব বন্ধন করেছে প্রতিবন্ধীরা। বুধবার সকালে প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠনের ব্যানারে জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে চাকুরি বঞ্চিত প্রতিবন্ধীরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে অভিযোগ করা হয় রাঙামাটি জেলা পরিষদের নিয়ন্ত্রনে বিভিন্ন নিয়োগে প্রতিবন্ধীদের জন্য সরকারী ১০ শতাংশ সংরক্ষিত কোটা অনুসরন করা হয়নি।

প্রতিবন্ধী নেতারা জেলা পরিষদের নিয়োগ বাতিল করে প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণের দাবী জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রতিবন্ধী ফোরামের সাধারণ সম্পাদক রিপেল চাকমা, প্রবিন্ধী কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক রনেল চাকমা, প্রতিবন্ধী নেতা মিজানুর রহমান।

#
রিপোর্ট : এম. নাজমুল ইসলাম, চট্টগ্রাম, ২৪ আগষ্ট ১১
০১৬৭৩২৭০৯১৯