চট্টগ্রাম আদালতে বিচারককে জুতা ছুড়ে মেরেছে ছিনতাই মামলার আসামি

এম. নাজমুল ইসলাম
Published : 25 August 2011, 02:20 PM
Updated : 25 August 2011, 02:20 PM

ছিনতাই মামলার এক আসামি জামিন না পেয়ে ক্ষুব্ধ হয়ে নিজের পায়ের জুতা ছুড়ে মেরেছে বিচারকের উদ্দেশ্যে । চট্টগ্রাম আদলতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ গোলাম সরওয়ারের আদালতে মোহাম্মদ ফোরকান নামে এক আসামির মামলার শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। শুনানির পর বিচারক ফারুকের জামিন আবেদন নামঞ্জুর করেন। এ সময় এজলাসের ভেতর আসামি ফোরকান বিচারককে লক্ষ্য করে তার নিজের পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারে। তবে স্যান্ডেলটি বিচারকের আসন পর্যন্ত পৌঁছায়নি।

খুলশী থানা সূত্রে জানা যায়, সে পেশাদার ছিনতাইকারী ও নগরীর খুলশী থানায় দায়ের হওয়া তিনটি ছিনতাই মামলার আসামি।
সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশিন) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, এ ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী আসামি ফোরকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রিপোর্ট : এম. নাজমুল ইসলাম, চট্টগ্রাম, ২৫ আগষ্ট ১১
০১৬৭৩২৭০৯১৯