লজ্জা দিল বাংলাদেশি টিভি ও এফএম গুলোকে

এম. নাজমুল ইসলাম
Published : 22 Feb 2012, 03:43 PM
Updated : 22 Feb 2012, 03:43 PM

ভিনদেশী একটি টেলিভিশন হয়েও আঙ্গুল দিয়ে বাংলাদেশি মিডিয়া কে দেখিয়ে দিল কিভাবে এত কষ্টে পাওয়া বাংলা ভাষাকে সম্মান জানাতে হয়। সালাম জি বাংলা।

ইন্ডিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি বাংলা একুশে ফেব্রুয়ারী উপলক্ষে মীরাক্কেল এর একুশে ফেব্রুয়ারী পর্বটিকে ঘিরে পুরা সেট কে সাজিয়ে তুলে বাংলা বর্ণমালা দিয়ে। আমার চোখে পানি টলমল করছিল। কেঁদেই দিয়েছিলাম বাংলার প্রতি তাদের এ সম্মান দেখে, বাংলার প্রতি তাদের এ ভালোবাসা দেখে। রাত ১০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত পুরা অনুষ্ঠান জুড়েই শুধু বাংলার জয়গান । বাংলা ভাষা কে কিভাবে সম্মান করতে হয় তারা শিখাল আমাদের। আর আমাদের রাষ্ট্র ভাষা বাংলা হয়েও এফএম রেডিও এবং টেলিভিশন গুলোর বদৌলতে আমরা বাংলাকে প্রতিনিয়ত করছি অপমানিত। আরজেদের বাংলিশ উচ্চারণে বারবার রক্তাত্ত বাংলা।

মীরাক্কেল এর মীর কে জানাই সালাম। অনুষ্ঠানের শেষে সবাই দাড়িয়ে আমাদের জামিল , সজল, ইশতিয়াক এর সাথে গাইল "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি"………..আমি আর কান্না থামাতে পারছিলামনা।

এম. নাজমুল ইসলাম,
সংবাদকর্মী, চট্টগ্রাম
01737097632