আনা মারিয়া মাতুতে: আরেকটি হিস্পানিক নক্ষত্রের পতন

যুবায়ের মাহবুব
Published : 25 June 2014, 01:48 PM
Updated : 25 June 2014, 01:48 PM

হিস্পানিক সাহিত্যের আরেক নক্ষত্রের পতন ঘটেছে। আজ( ২৫ জুন) সকালে বার্সেলোনায় নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্পেনের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা আনা মারিয়া মাতুতে। তার বয়স হয়েছিল ৮৯। ২০১০ সালে তিনি জয় করেন হিস্পানিক বিশ্বের সবচেয়ে সম্মানিত সাহিত্য পুরস্কার – সের্ভান্তেস পুরস্কার। সের্ভান্তেসের ৪০ বছরের ইতিহাসে মাত্র চারজন নারী এই বিরল সম্মান অর্জন করেছেন।

বাস্তববাদী সাহিত্য, ফ্যান্টাসি এবং শিশু সাহিত্য – এই তিন ক্ষেত্রেই মাতুতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার লেখার স্টাইল আপাতদৃষ্টিতে সহজ-সরল মনে হলেও মানবচরিত্রের জটিলতা প্রকাশে ছিল পারঙ্গম। তার প্রকাশক এমিল রোসালেস বলেছেন – 'সামাজিক দৃষ্টিকোণ থেকে মাতুতের গুরুত্ব অপরিসীম। যুদ্ধপরবর্তী যুগের সাহিত্যে পুরুষদের একচ্ছত্র আধিপত্য, সেই 'মাচো' সংস্কৃতি ভাঙ্গতে তিনি সাহায্য করেছিলেন।'

তার অন্যতম সেরা আধডজন উপন্যাস – Los Abel (১৯৪৮), Pequeño teatro, ছোট মঞ্চ (১৯৫৪), Luciernagas (জোনাকিরা) (১৯৫৫), Los hijos muertos (মৃত সন্তান) (১৯৫৮), El río( নদী )(১৯৭৩), Olvidado Rey Gudú (বিস্মৃত রাজা গুদু) (১৯৯৬)। মাত্র সেপ্টেম্বর মাসেই আরেকটি নতুন উপন্যাস সমাপ্ত করেছিলেন তিনি – Demonios familiares বা চেনা শয়তান। বইয়ের পটভূমি ত্রিশের দশকে স্পেনের গৃহযুদ্ধে।

প্রখর নীতিবোধসম্পন্ন এই লেখিকা তার রাজনৈতিক চরিত্র কখনো গোপন করেননি। 'এল পাইস' পত্রিকার সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন – 'আমি বরাবরই বামপন্থী রাজনীতি সমর্থন করেছি, কিন্তু কোন নির্দিষ্ট দলের কাছে নিজেকে সমর্পণ করিনি। সব সময় ন্যায়বিচার কামনা করেছি – সরল সোজা নিষ্পাপ হতে পারি, কিন্তু বোকা কোনদিনও না।'

গত বছরটি হিস্পানিক সাহিত্যের জন্যে শোকাবহ সময় গেছে। গত নয় মাসেই বিদায় নিয়েছেন যারা –
– গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
– মার্কেজের ঘনিষ্ঠ বন্ধু, সারেং মাক্রোল-এর স্রষ্টা, ২০০১ সালের সের্ভান্তেস পুরস্কার বিজয়ী, কলম্বিয়ার লেখক আল্ভারো মুতিস
– আর্জেন্টিনার কবি হুয়ান গেলমান (সের্ভান্তেস ২০০৭)
– মেক্সিকোর কবি হোসে এমিলিও পাচেকো (সের্ভান্তেস ২০০৯)
– এবং সর্বশেষ স্পেনের আনা মারিয়া মাতুতে (সের্ভান্তেস ২০১০)
চলতি দশকে আরো মৃত্যুবরণ করেছেন আধুনিকতাবাদী সাহিত্যের আর্হেন্তিনীয় কারিগর এর্নেস্তো সাবাতো, চিলীয় কবি গঞ্জালো রোহাস, স্পেনের কবি মিগেল দেলিবেস এবং বুম প্রজন্মের অন্যতম বিখ্যাত ঔপন্যাসিক মেহিকোর কার্লোস ফুয়েন্তেস। বলা বাহুল্য এরা প্রত্যেকেই সের্ভান্তেস পুরস্কার জিতেছিলেন।