যে যাই মনে করুক না কেন, আমার মনে হয় একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হতে পারে না। তাদের মধ্যে একসময় না একসময় বয় ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ড এর অনুভূতি চলে আসে।
ব্লগাররা কি বলেন ?
ক্যাটেগরিঃ বিবিধ
যে যাই মনে করুক না কেন, আমার মনে হয় একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হতে পারে না। তাদের মধ্যে একসময় না একসময় বয় ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ড এর অনুভূতি চলে আসে।
ব্লগাররা কি বলেন ?
রাশিদ বলেছেনঃ
সমর্থন করতে পারলাম না ।
হারিস বলেছেনঃ
প্রকৃতপক্ষে এটা নির্ভর করে প্রাথমিক সম্পর্কের উপর। তাদের প্রাথমিক সম্পর্ক টা বলে দিবে তাদের পরবর্তী চাহিদা। হতে পারে এটা যৌন অথবা মৌন।
আকাশের তারাগুলি বলেছেনঃ
আপনি যা বলেন তাই ঠিক।
সাহাদাত উদরাজী বলেছেনঃ
এটা এক এক বয়সে এক এক রকম।
বয়স ৪৫ এর উপরে গেলে নারী পুরুষ বন্ধু হয়!
বুঝাতে পারছি বলে মনে হয়!!!
ডাকপিয়ন বলেছেনঃ
কিছুই বললাম না।
কারণ “বন্ধু” আর “ফ্রেন্ড” এর তফাৎটা বুঝলাম না।
ত্রিনান্তর বলেছেনঃ
আমারও একই কথা “বন্ধু” আর “ফ্রেন্ড” এর তফাৎটা বোঝা প্রয়োজন।
সৌরভ বলেছেনঃ
বন্ধুত্ব পরোক্ষভাবে শেয়ারিং-এর প্রতিশব্দ। জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে চলে এই শেয়ারিং। দুজনের মনের কথা বা ভাব যখন একটি রেখার একই বিন্দুতে মিলিত হয় তাকেই বলে বন্ধুত্ব। তবে একটি ছেলে আর একটি মেয়ের বন্ধুত্বে প্রকৃতির নিয়মেই শারীরিক সম্পর্কের বিষয়টি চলে আসে।
জাষ্ট একটা এক্সাম্পল দেই। ছেলে বন্ধুদের কোন এক আড্ডায় (যেখানে কোন মেয়ে উপস্থিত নেই) স্বাভাবিক নিয়মেই সেক্সুয়াল অনেক বিষয়ে আলাপ আলোচনা হতে পারে। মেয়েদের ক্ষেত্রে্ও তাই। ছেলে ও মেয়েদের যৌথ কোন আড্ডাতে ব্যপারটি শোভনীয় নয়।
আমি ভাই আপনার সাথে একমত। ছেলে-ছেলে কিংবা মেয়ে-মেয়েতে বন্ধুত্ব যতটা মহান ও পবিত্র, ছেলে ও মেয়েতে ততটা নয়।
ইখতিয়ার ফাহিম শোয়াইব বলেছেনঃ
সৌরভ ভই কে ধন্যবাদ।ডাকপিয়ন ও ত্রিনান্তর কে বলছি-বয় ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ড বলতে আমি প্রেমিক প্রেমিকা কেই বুঝিয়েছি।
ডাকপিয়ন বলেছেনঃ
মাই গাড! এসব মানুষের কাছে সেক্স এতো স্থুল বিষয়!!
ইখতিয়ার ফাহিম শোয়াইব বলেছেনঃ
আপনি ঠিক কি বুঝালেন আমি ঠিক বুঝলাম না